বিএনপির নেতা-কর্মীদের হুঁশিয়ার করে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
রবিবার দুপুরে মিরপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সমাবেশ করছে। এতে অংশ নিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করেছেন। প্রস্তুত সমাবেশের মঞ্চ।
আজকের সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্য দিবেন। বিএনপি নেত্রী ৩টার দিকে সমাবেশ স্থলে আসবেন বলে জানিয়েছেন তার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
তিনি আরো বলেন, ‘শিক্ষক মুবাশ্বার হাসান সিজার, সাংবাদিক উৎপল দাসসহ যারা নিখোঁজ রয়েছেন তাদের খোঁজে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা কেন নিখোঁজ হয়েছেন, অন্য কোথাও গেছেন কি না তদন্ত করে দেখা হচ্ছে।’ তারা ছাড়াও নিখোঁজ অন্যরা ফিরে আসবেন বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।