০৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

প্রায় ১৪ হাজার বায়োগ্যাস প্লান্ট স্থাপন

দেশের বিভিন্ন উপজেলায় এ পর্যন্ত ১৩ হাজার ৯শ’৫৮ টি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি নির্ভর বায়োগ্যাস প্লান্ট স্থাপন প্রকল্পের আওতায় এসব বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হয়েছে। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র এক বৈঠকে এ কথা জানানো হয়। এ বৈঠক থেকে দারিদ্র বিমোচন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য এ ধরনের পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্লান্ট ক্ষুদ্র এবং বৃহৎ পরিসরে স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়। দশম জাতীয় সংসদে এটি ছিল এ কমিটির ৩৩তম বৈঠক।কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার,উপমন্ত্রী আরিফ খান জয়, মোঃ মাহবুব আলী, এ এম নাইমুর রহমান, নাহিম রাজ্জাক ও মোঃ নুরুল ইসলাম তালুকদার অংশগ্রহন করেন। বৈঠকে দারিদ্র বিমোচনে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের সার্বিক কার্যক্রম এবং বাংলাদেশ ইয়ুথ গেমস’র আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হয়। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) গভর্নিং বোর্ডের সভায় ইনডোর ক্রিকেট সেন্টারকে কৃতি ক্যাডেট প্যারা কমান্ডো লে: কর্ণেল শহীদ আবুল কালাম আজাদের নামে নামকরণ করার সিদ্ধান্তে কমিটির পক্ষ থেকে মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়। বাংলাদেশ ইয়ুথ গেমস ২০১৮ সফলভাবে আয়োজনের মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায় থেকে মেধাবী এবং যোগ্য খেলোয়াড় তুলে আনার জন্য নির্বাচন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

ট্যাগ :

প্রায় ১৪ হাজার বায়োগ্যাস প্লান্ট স্থাপন

প্রকাশিত : ০১:১১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭

দেশের বিভিন্ন উপজেলায় এ পর্যন্ত ১৩ হাজার ৯শ’৫৮ টি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি নির্ভর বায়োগ্যাস প্লান্ট স্থাপন প্রকল্পের আওতায় এসব বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা হয়েছে। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র এক বৈঠকে এ কথা জানানো হয়। এ বৈঠক থেকে দারিদ্র বিমোচন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য এ ধরনের পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্লান্ট ক্ষুদ্র এবং বৃহৎ পরিসরে স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়। দশম জাতীয় সংসদে এটি ছিল এ কমিটির ৩৩তম বৈঠক।কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার,উপমন্ত্রী আরিফ খান জয়, মোঃ মাহবুব আলী, এ এম নাইমুর রহমান, নাহিম রাজ্জাক ও মোঃ নুরুল ইসলাম তালুকদার অংশগ্রহন করেন। বৈঠকে দারিদ্র বিমোচনে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের সার্বিক কার্যক্রম এবং বাংলাদেশ ইয়ুথ গেমস’র আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হয়। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) গভর্নিং বোর্ডের সভায় ইনডোর ক্রিকেট সেন্টারকে কৃতি ক্যাডেট প্যারা কমান্ডো লে: কর্ণেল শহীদ আবুল কালাম আজাদের নামে নামকরণ করার সিদ্ধান্তে কমিটির পক্ষ থেকে মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়। বাংলাদেশ ইয়ুথ গেমস ২০১৮ সফলভাবে আয়োজনের মাধ্যমে দেশের প্রান্তিক পর্যায় থেকে মেধাবী এবং যোগ্য খেলোয়াড় তুলে আনার জন্য নির্বাচন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।