জনসংখ্যা ও উন্নয়নে আন্তর জাতিক সন্মেলনের ২৫ বছর প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন এই স্লোগানকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে মতলব উত্তর উপজেলায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যেগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রেলী উপজেলা কমপ্লেক্স থেকে বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন করে পুনরায় উপজেলা কমপ্লেক্সএ এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন -উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরমোহাম্মদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.ত.বোরহান উদ্দিন, মেডিকেল অফিসার নাছির উদ্দীন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরনবী প্রমুখ। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.তা. বোরহান উদ্দিন। সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরনবীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সুবাশিষ গোস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন প্রমুখ।
বিবি/ইএম




















