রাজধানীর উত্তরায় ‘ফাস্ট হিটার বস‘ নামক একটি কিশোর গ্যাংয়ের ১৪ সদস্যকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র্যাব-১।
আজ রোববার দুপুরে উত্তরার পূর্ব থানা এলাকার রাজউক কাঁচা বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক এবং অস্ত্র উদ্ধার করা হয়।
কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতারের বিষয়ে র্যাবের সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. সালাউদ্দিন নাগরিক বার্তাকে বলেন, ‘পূর্ব থানা এলাকার বিভিন্ন অপরাধের সঙ্গে এরা জরিত ছিলো। ‘ফাস্ট হিটার বস’ নামের এই কিশোর গ্যাং সদস্যদের কর্মকান্ডে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ। এদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই।
‘ফাস্ট হিটার বস‘ নামক গ্রুপটি ১ বছর ধরে গঠন করা হয়। এর আগে তুফান নামে এরা পরিচিত ছিলো। এই গ্রুপের প্রধান হচ্ছে বিশু ও শুভ। আটক হওয়া ১৪ জনের সবার বয়স ১৮ বছরের নিচে। এরা সকলেই এলাকায় আধিপত্য বিস্তারে নানা অপরাধমূলক কাজ করে এবং গ্রুপের অনেকেই ছিনতাই ও মাদকের সঙ্গে যুক্ত।
তিনি আরও বলেন, ‘কিশোর গ্যাং সদস্যরা স্বীকার না করলেও আমার জানতে পেরেছি তাদের পেছনে স্থানীয় রাজনৈতিক নেতাদের সহযোগিতা ও ছত্রছায়া আছে। আমরা তাদের বিরুদ্ধে খোঁজ খবর নিচ্ছি। আটক হওয়া কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান এ র্যাব কর্মকর্তা।
বিবি/কেএইচ/


























