রাশিয়ার রাডারের শ্যেন চক্ষু ফাঁকি দিতে পারেনি ফরাসি বহুল আলোচিত স্টিলথ ফ্রিগেট লা ফেইয়েতি। কৃষ্ণ সাগরে এ ফ্রিগেট ঢুকেছে বলে রুশ সূত্র থেকে জানানো হয়েছে।
ক্রিমিয়ার নিরাপত্তা বাহিনীর সূত্র থেকে বলা হয়েছে, রাশিয়ার রাডার ব্যবস্থা কয়েশ’ কিলোমিটার দূর থেকেই এ শ্রেণির ফ্রিগেটের গতিবিধি ধরতে পারে। বসফোরাস প্রণালী পাড় হওয়ার সময়ে এ ফ্রিগেটের অস্তিত্ব নির্ণয় করতে সক্ষম হয় কৃষ্ণ সাগরের রুশ নৌবহরের ইলেক্ট্রনিক যুদ্ধের রুশ ইউনিট।
বর্তমানে এটি কৃষ্ণ সাগরে পূর্বাঞ্চলীয় অঞ্চলের দিকে এগিয়ে চলেছে। সম্ভবত এটি জর্জিয়ার উপকূলে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া, কৃষ্ণ সাগরে অবস্থানের সময় কখনোই এটি রুশ নজরদারির বাইরে যেতে পারবে না । ফরাসি ফ্রিগেটটি কোথায় ভিড়বে তাও নিশ্চিত ভাবে নির্ণয় করা যাবে।
নৌপ্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সজ্জিত রয়েছে লা ফেইয়েতি।

























