০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশে বাইক রাইডারদের জন্য বড় সুসংবাদ, জানালো গুগল

বাংলাদেশে সকল প্রকার বাইক রাইডারদের জন্য নতুন ন্যাভিগেশন মোড বা পথনির্দেশনামূলক ফিচার নিয়ে এসেছে গুগল ম্যাপস। যানজট এড়ানোর পাশাপাশি সময় বাঁচাতে বাংলাদেশে অর্ধেকেরও বেশি বাসা-বাড়ির কেউ না কেউ মোটরসাইকেল ব্যবহার করে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর তথ্য মতে, গত আট বছরে ঢাকায় নিবন্ধনকৃত মোটরসাইকেলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ।

মোটরসাইকেল রাইডারদেরও রয়েছে কিছু নির্দিষ্ট চাহিদা। গাড়ি যেসব পথ দিয়ে চলাচল করতে পারে না, গুগল ম্যাপসের নতুন ফিচারের মাধ্যমে সেসব সরু পথ দিয়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন মোটরসাইকেল রাইডাররা। এছাড়া এমন অনেক রাস্তা বা হাইওয়ে আছে যেগুলোতে দুই চাকা বিশিষ্ট যানবাহন চলাচল নিষেধ, কারণ সেসব রাস্তায় গাড়ি ও মোটরসাইকেলের গতির পার্থক্য অনেক।

আগে পায়ে হাঁটা ও গাড়ি ড্রাইভিংয়ের মিলিত সম্ভাব্য সময় ধরে নিয়ে মোটরসাইকেল রাইডাররা গন্তব্যে পৌঁছানোর আনুমানিক সময় হিসেব করতেন। কিন্তু এখন গুগল ম্যাপের নতুন মেশিন লার্নিং ফিচারের মাধ্যমে মোটরসাইকেল রাইডারদের যাত্রার সময় হবে আরও নির্ভুল, যা মোটরসাইকেলের গতির উপর ভিত্তি করে রাইডারদের জানিয়ে দেবে।
অন্যদিকে টার্ন-বাই-টার্ন ডিরেকশন বা দিক-নির্দেশনায় যুক্ত করা হয়েছে গুগল স্ট্রিট ভিউয়ের ছবি নির্ভর ন্যাভিগেশন সিস্টেম। এতে করে গুগল ম্যাপসের মাধ্যমে মোটরসাইকেল রাইডাররা পরবর্তীতে গন্তব্যে রওনা দেয়ার আগে ট্রিপের পূর্বপরিকল্পনা করতে পারবেন অনায়াসে।

নতুন ফিচারের মধ্যে রয়েছে গুগল ম্যাপস-এর বাংলায় ভয়েস ন্যাভিগেশন বা পথের নির্দেশনা প্রদান। ‘ইন ১০০ মিটারস, টার্ন রাইট অন টু বীর উত্তম রফিকুল ইসলাম এভিনিউ’-এর মতো ভয়েস ন্যাভিগেশন এখন শোনা যাবে বাংলায়।

উল্লেখ্য নতুন ফিচারের মাধ্যমে গুগল ম্যাপসে বাংলা ভাষায় ন্যাভিগেশন বা দিক-নির্দেশনা শোনা যাবে এবং একই সাথে গুগল ম্যাপস অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে ইংরেজি ভাষায় ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়া, গুগল ম্যাপসে বাংলায় ভয়েস ন্যাভিগেশন সুবিধা নিতে চাইলে অ্যাপের ল্যাঙ্গুয়েজ সেটিং অপশনে গিয়ে বাংলা (বাংলাদেশ) ভাষায় পরিবর্তন করে নিতে হবে।

গুগল ম্যাপস নিয়ে এসেছে নতুন সেফটি ফিচার। অ্যাপসে নিজের গন্তব্যে এবং সেখানে কোনো রুট বা কোন পথ দিয়ে যাবেন তা নির্ধারণ করার পর ‘স্টে সেফার’ এবং ‘সেট অব-রুট অ্যালার্টস’-এর মাধ্যমে নিজের নিরাপদ যাত্রার বিষয়টি নিশ্চিত করতে পারবেন ব্যবহারকারী।

ক্যাব, রিকশা কিংবা রাইড শেয়ারিং চালক গুগল ম্যাপে যাত্রীর বেঁধে দেয়া রুট থেকে যদি ০.৫ কিলোমিটার দূরের রুটে বা রাস্তায় যায়, তবে মোবাইলে একটি নোটিফিকেশন চলে আসবে এবং ভ্রমণকারী জানতে পারবে যে সে তার নির্ধারণ করে দেয়া রুট থেকে কতখানি দূরে আছেন।

এছাড়াও এই ফিচারের মাধ্যমে যাত্রী তার যাত্রা পথটির লাইভ পরিবার এবং বন্ধুদের সাথে স্ক্রিন থেকেই সরাসরি শেয়ার করতে পারবেন। ফলে পরিবার এবং বন্ধুরা লাইভ দেখতে পারবেন যে তার পরিচিত মানুষটি সঠিক পথ দিয়ে যাচ্ছে কিনা এবং কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাঁরা যেন দ্রুত পদক্ষেপ নিতে পারেন। বাংলাদেশের জন্য গুগল ম্যাপ সমৃদ্ধকরণ

২০১৮ সালের জানুয়ারি মাস থেকে পুরো বাংলাদেশের ৫০,০০০ কিলোমিটারেরও বেশি রাস্তা, ৮০ লাখের বেশি বিল্ডিং বা দালানকোঠা এবং ৬০০,০০০-এর বেশি চাহিদাসম্পন্ন স্থান ম্যাপে যুক্ত করেছে গুগল। বাংলাদেশে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল ম্যাপসের হালনাগাদ সংস্করণ ব্যবহার করে উল্লেখিত নতুন ফিচারগুলো উপভোগ করতে পারবেন।

বিজনেস বাংলাদেশ-/এমকেএস

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

বাংলাদেশে বাইক রাইডারদের জন্য বড় সুসংবাদ, জানালো গুগল

প্রকাশিত : ০৪:১৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯

বাংলাদেশে সকল প্রকার বাইক রাইডারদের জন্য নতুন ন্যাভিগেশন মোড বা পথনির্দেশনামূলক ফিচার নিয়ে এসেছে গুগল ম্যাপস। যানজট এড়ানোর পাশাপাশি সময় বাঁচাতে বাংলাদেশে অর্ধেকেরও বেশি বাসা-বাড়ির কেউ না কেউ মোটরসাইকেল ব্যবহার করে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর তথ্য মতে, গত আট বছরে ঢাকায় নিবন্ধনকৃত মোটরসাইকেলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ।

মোটরসাইকেল রাইডারদেরও রয়েছে কিছু নির্দিষ্ট চাহিদা। গাড়ি যেসব পথ দিয়ে চলাচল করতে পারে না, গুগল ম্যাপসের নতুন ফিচারের মাধ্যমে সেসব সরু পথ দিয়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন মোটরসাইকেল রাইডাররা। এছাড়া এমন অনেক রাস্তা বা হাইওয়ে আছে যেগুলোতে দুই চাকা বিশিষ্ট যানবাহন চলাচল নিষেধ, কারণ সেসব রাস্তায় গাড়ি ও মোটরসাইকেলের গতির পার্থক্য অনেক।

আগে পায়ে হাঁটা ও গাড়ি ড্রাইভিংয়ের মিলিত সম্ভাব্য সময় ধরে নিয়ে মোটরসাইকেল রাইডাররা গন্তব্যে পৌঁছানোর আনুমানিক সময় হিসেব করতেন। কিন্তু এখন গুগল ম্যাপের নতুন মেশিন লার্নিং ফিচারের মাধ্যমে মোটরসাইকেল রাইডারদের যাত্রার সময় হবে আরও নির্ভুল, যা মোটরসাইকেলের গতির উপর ভিত্তি করে রাইডারদের জানিয়ে দেবে।
অন্যদিকে টার্ন-বাই-টার্ন ডিরেকশন বা দিক-নির্দেশনায় যুক্ত করা হয়েছে গুগল স্ট্রিট ভিউয়ের ছবি নির্ভর ন্যাভিগেশন সিস্টেম। এতে করে গুগল ম্যাপসের মাধ্যমে মোটরসাইকেল রাইডাররা পরবর্তীতে গন্তব্যে রওনা দেয়ার আগে ট্রিপের পূর্বপরিকল্পনা করতে পারবেন অনায়াসে।

নতুন ফিচারের মধ্যে রয়েছে গুগল ম্যাপস-এর বাংলায় ভয়েস ন্যাভিগেশন বা পথের নির্দেশনা প্রদান। ‘ইন ১০০ মিটারস, টার্ন রাইট অন টু বীর উত্তম রফিকুল ইসলাম এভিনিউ’-এর মতো ভয়েস ন্যাভিগেশন এখন শোনা যাবে বাংলায়।

উল্লেখ্য নতুন ফিচারের মাধ্যমে গুগল ম্যাপসে বাংলা ভাষায় ন্যাভিগেশন বা দিক-নির্দেশনা শোনা যাবে এবং একই সাথে গুগল ম্যাপস অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে ইংরেজি ভাষায় ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এছাড়া, গুগল ম্যাপসে বাংলায় ভয়েস ন্যাভিগেশন সুবিধা নিতে চাইলে অ্যাপের ল্যাঙ্গুয়েজ সেটিং অপশনে গিয়ে বাংলা (বাংলাদেশ) ভাষায় পরিবর্তন করে নিতে হবে।

গুগল ম্যাপস নিয়ে এসেছে নতুন সেফটি ফিচার। অ্যাপসে নিজের গন্তব্যে এবং সেখানে কোনো রুট বা কোন পথ দিয়ে যাবেন তা নির্ধারণ করার পর ‘স্টে সেফার’ এবং ‘সেট অব-রুট অ্যালার্টস’-এর মাধ্যমে নিজের নিরাপদ যাত্রার বিষয়টি নিশ্চিত করতে পারবেন ব্যবহারকারী।

ক্যাব, রিকশা কিংবা রাইড শেয়ারিং চালক গুগল ম্যাপে যাত্রীর বেঁধে দেয়া রুট থেকে যদি ০.৫ কিলোমিটার দূরের রুটে বা রাস্তায় যায়, তবে মোবাইলে একটি নোটিফিকেশন চলে আসবে এবং ভ্রমণকারী জানতে পারবে যে সে তার নির্ধারণ করে দেয়া রুট থেকে কতখানি দূরে আছেন।

এছাড়াও এই ফিচারের মাধ্যমে যাত্রী তার যাত্রা পথটির লাইভ পরিবার এবং বন্ধুদের সাথে স্ক্রিন থেকেই সরাসরি শেয়ার করতে পারবেন। ফলে পরিবার এবং বন্ধুরা লাইভ দেখতে পারবেন যে তার পরিচিত মানুষটি সঠিক পথ দিয়ে যাচ্ছে কিনা এবং কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাঁরা যেন দ্রুত পদক্ষেপ নিতে পারেন। বাংলাদেশের জন্য গুগল ম্যাপ সমৃদ্ধকরণ

২০১৮ সালের জানুয়ারি মাস থেকে পুরো বাংলাদেশের ৫০,০০০ কিলোমিটারেরও বেশি রাস্তা, ৮০ লাখের বেশি বিল্ডিং বা দালানকোঠা এবং ৬০০,০০০-এর বেশি চাহিদাসম্পন্ন স্থান ম্যাপে যুক্ত করেছে গুগল। বাংলাদেশে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল ম্যাপসের হালনাগাদ সংস্করণ ব্যবহার করে উল্লেখিত নতুন ফিচারগুলো উপভোগ করতে পারবেন।

বিজনেস বাংলাদেশ-/এমকেএস