মঙ্গলবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে পুলিশের স্ত্রী রুপা আক্তার জনি (২৫)। এবার ডেঙ্গুতে কেড়ে নিল পুলিশের এসআই কোহিনুরের প্রাণ।
মোহাম্মদপুর সিটি হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তা জানিয়েছেন , কোহিনুরকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে গত ২৯ জুলাই রাত ৯টায় তাকে গুরুতর অবস্থায় মোহাম্মদপুর সিটি হাসপাতালে আনা হয়। এরপর থেকে থেকে তাকে আইসিইউতে রাখা হয়।
৩১ জুলাই (বুধবার) রাত ১টা ১৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর আগে তার শেষ কর্মস্থল ছিল পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর। এসআই কোহিনুর বেগমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুরে। তার দেড় বছর বয়সী এক শিশু সন্তান রয়েছে।
বিজনেস বাংলাদেশ-/এমএ
























