ঢাকা: ২০২০ সালে পূর্ণ হবে জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী এবং ২০২১ সাল হবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এ উপলক্ষে আগামী ২০২০- ২০২১ সালকে মুজিব বর্ষ হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশের প্রতিটি জেলা ও ওয়ার্ড পর্যন্ত জাতির জনকের জন্ম শত বার্ষিকী পালনের উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় রাজধানীর শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে আগস্ট মাস ব্যাপী চিত্রে, গানে, কবিতায় বঙ্গবন্ধুকে স্মরণ করে প্রদর্শনীর আয়োজন করেছে আর্কাইভ ১৯৭১’।

শনিবার বিকেলে প্রদর্শনী উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,পঁচাত্তরের ১৫ আগস্ট দেশ ও জাতির জন্য দুর্ভাগ্য। এরপর অবৈধ ক্ষমতা দখল। সন্ত্রাস জঙ্গিবাদে দেশের এগিয়ে যাওয়া।উন্নয়ন স্তব্ধ। তবে সব কিছুকে পিছনে ফেলে উন্নয়নশীল দেশ হিসেবে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে কাজ করছে সরকার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিশিষ্ঠ সাংবাদিক মুন্নী সাহা ও প্রণব সাহা অপু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। আলোচনা শেষে অতিথিরা চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন।
গতকাল থেকে প্রদর্শনী শুরু হয়েছে। জাতীয় চিত্র শালা মিলনায়তন,গ্যালারী ৫, বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ঢাকা। প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে। ৩১ আগস্ট আনুষ্ঠানিক ভাবে শেষ হবে এই প্রদর্শনী।
অনুষ্ঠানের সহযোগিতা করেছেন দৈনিক পত্রিকা আজকের বিজনেস বাংলাদেশ, এটিএন নিউজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও বাংলাদেশ ইভেন্টস।
বিজনেস বাংলাদেশ-বি/এইচ
























