এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দীন কোরেশীর স্ত্রী। তার নাম মিসেস সৈয়দা আক্তার।
অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দীন কোরেশীর স্ত্রীকে গত ৩০ জুলাই রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
৪ আগস্ট (রোববার)বেলা সাড়ে ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। স্কয়ার হাসপাতাল সূত্রে জানা গেছে, ‘অতিরিক্ত আইজিপির স্ত্রী গতকাল ৩ আগস্ট (শনিবার) হাসপাতালের জরুরি বিভাগের মাধ্যমে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা গেছেন তিনি।’ এই নিয়ে আজ ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজনেস বাংলাদেশ-/এমএ
























