০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

রেল নেটওয়ার্কের আওতায় আসছে দেশের সব জেলা

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, দেশের সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে। মঙ্গলবার জাতীয় সংসদে পটুয়াখালীর সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “৪৪টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতাভুক্ত। রেলওয়েকে আধুনিক, যুগোপযোগী, নিরাপদ ও সেবামুলক গণপরিবহন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অবশিষ্ট জেলাগুলোকে রেলওয়ের নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রেলওয়ের চলমান প্রকল্প বাস্তবায়িত হলে ২০২২ সাল নাগাদ মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নড়াইল, মেহেরপুর, সাতক্ষীরা, বরিশাল, বান্দরবান ও কক্সবাজার নেটওয়ার্কের আওতায় আসবে।”

মন্ত্রী বলেন, “২০৩০ সালের মধ্যে শেরপুর, ঝালকাঠি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, পটুয়াখালী, বরগুনা ও মাগুরা রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা আছে।”

পদ্মা সেতুর রেলওয়ে প্রকল্পের নির্মাণ কাজের জন্য চীনের সঙ্গে ঋণ চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে বলে জানান রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, ঋণচুক্তি সম্পাদনের পর নির্মাণ কাজ শুরু হবে।

পদ্মা সেতুর উন্নয়ন পরিস্থিতি তুলে ধরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, পদ্মা সেতু প্রকল্পের ৪৮ শতাংশ ভৌত কাজ সম্পন্ন হয়েছে। অক্টোবর পর্যন্ত এ সেতুর উল্লেখযোগ্য প্যাকেজসমুহের ভৌত অগ্রগতির মধ্যে মূল সেতু নির্মাণ ৫১ শতাংশ, নদী শাসন ৩৪ দশমিক ২০ শতাংশ, জাজিরা সংযোগ সড়ক ৯৯ দশমিক ৬০ শতাংশ এবং মাওয়া সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়া-২ শতভাগ সম্পন্ন হয়েছে।

তৃতীয় স্প্যানটি বসানোর পর ৭/১০ দিনের ব্যবধানে একটি করে স্প্যান বসতে থাকবে। এভাবে ৪১টি স্প্যান বসানো হবে বলে জানান মন্ত্রী।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

রেল নেটওয়ার্কের আওতায় আসছে দেশের সব জেলা

প্রকাশিত : ০৯:২৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, দেশের সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে। মঙ্গলবার জাতীয় সংসদে পটুয়াখালীর সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “৪৪টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতাভুক্ত। রেলওয়েকে আধুনিক, যুগোপযোগী, নিরাপদ ও সেবামুলক গণপরিবহন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অবশিষ্ট জেলাগুলোকে রেলওয়ের নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রেলওয়ের চলমান প্রকল্প বাস্তবায়িত হলে ২০২২ সাল নাগাদ মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নড়াইল, মেহেরপুর, সাতক্ষীরা, বরিশাল, বান্দরবান ও কক্সবাজার নেটওয়ার্কের আওতায় আসবে।”

মন্ত্রী বলেন, “২০৩০ সালের মধ্যে শেরপুর, ঝালকাঠি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, পটুয়াখালী, বরগুনা ও মাগুরা রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা আছে।”

পদ্মা সেতুর রেলওয়ে প্রকল্পের নির্মাণ কাজের জন্য চীনের সঙ্গে ঋণ চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে বলে জানান রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, ঋণচুক্তি সম্পাদনের পর নির্মাণ কাজ শুরু হবে।

পদ্মা সেতুর উন্নয়ন পরিস্থিতি তুলে ধরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, পদ্মা সেতু প্রকল্পের ৪৮ শতাংশ ভৌত কাজ সম্পন্ন হয়েছে। অক্টোবর পর্যন্ত এ সেতুর উল্লেখযোগ্য প্যাকেজসমুহের ভৌত অগ্রগতির মধ্যে মূল সেতু নির্মাণ ৫১ শতাংশ, নদী শাসন ৩৪ দশমিক ২০ শতাংশ, জাজিরা সংযোগ সড়ক ৯৯ দশমিক ৬০ শতাংশ এবং মাওয়া সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়া-২ শতভাগ সম্পন্ন হয়েছে।

তৃতীয় স্প্যানটি বসানোর পর ৭/১০ দিনের ব্যবধানে একটি করে স্প্যান বসতে থাকবে। এভাবে ৪১টি স্প্যান বসানো হবে বলে জানান মন্ত্রী।