ঢাকা: ঈদের সময় রাজধানীর ফাঁকা বাসা-বাড়ি ও ব্যাংক-অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা বিশেষভাবে নজর রাখবে। চুরি ছিনতাইসহ সব ধরনের অপরাধ রুখতে মাঠে কাজ করবে র্যাব।
শুক্রবার (৯ আগস্ট) দুপুরে কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
র্যাব মহাপরিচালক বলেন, ‘ঢাকার বিরাট অংশ ঈদের সময় ফাঁকা হয়। ঢাকার এই ফাঁকা বাড়ি, মার্কেট ও ব্যাংকগুলোতে আমরা নিরাপত্তার ব্যবস্থা করব।’
তিনি বলেন, ‘প্রতি বছর রাজধানীতে পাঁচ লাখ গরু কোরবানি হয়। কাজেই প্রতি বছর কোরবানির হাটে লাখ লাখ গরু নিয়ে আসেন ব্যবসায়ীরা। গরুর হাটে জাল টাকা, অজ্ঞান পার্টি ও মলম পার্টিসহ যে কেউ যেন কোনো অপতৎপরতা না ঘটাতে পারে, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। ’
ঈদে ঘরে ফেরা মানুষের উদ্দেশে বেনজীর আহমেদ বলেন, ‘ভারি বৃষ্টিতে দেশের অনেক রেলপথ ও সড়ক পথ ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে যানজটসহ নানা রকমের প্রতিবন্ধকতা কমাতে অন্য সংস্থাগুলোর সাথে র্যাবও সহযোগিতা করছেন। বাড়ি যেতে দয়া করে কেউ জীবনের ঝুঁকি নিবেন না। যারা নৌ পথে যাবেন, অতিরিক্ত যাত্রী হয়ে কেউ লঞ্চে উঠবেন না।’
তিনি আরও বলেন, ‘লঞ্চ টার্মিলাল, বাস টার্মিনাল ও রেল কেন্দ্রিক আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যেকোনো ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তত।’
ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে র্যাব ডিজি বলেন, ‘ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হবার কোনো কারণ নাই। নিজেদের ঘর-বাড়ি পরিষ্কার রাখলেই ডেঙ্গু মুক্ত থাকতে পারব। ঢাকার নির্মাণাধীন ভবনগুলো যাতে পরিষ্কার রাখা হয়, সেদিকে নজর রাখতে হবে।’
ঈদের জামাতের নিরাপত্তায় ঢাকার ঈদগাহ মাঠে সিসি ক্যামেরা স্থাপনসহ সব রকমের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র্যাব ডিজি।
তিনি বলেন, ‘সিটি করপোরেশন নির্ধারিত স্থানে কোরবানি করা সবার দায়িত্ব। ঢাকায় প্রায় পাঁচ লাখ পশু কোরবানি করা হয়। এই কাজটি যদি কোনো নির্দিষ্ট কোম্পানিকে দেওয়া হয়, তাহলে ভালোভাবে বর্জ্য ব্যবস্থাপনা হয়। তারা কোরবানি গরু জবাই করে মাংস প্রসেস করে বাসায় পৌঁছে দিবে। যেটা উন্নত বিশ্বে করা হয়। ’
চামড়া ব্যবসায়ীদের এবার যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখা হবে জানিয়ে র্যাব ডিজি বলেন, ‘চামড়ার দাম নিয়ে আমরা কাজ করছি। চামড়া যাতে দেশের বাইরে বেরিয়ে না যায়। নির্ধারিত মূল্যে চামড়ার দাম দিবেন। আন্তর্জাতিক বাজার চামড়ার দাম কম হলে সেটা আগে থেকেই জানান দেবেন। যাতে প্রান্তিক ব্যবসায়ীদের কেউ ক্ষতিগ্রস্ত না হয়।’
কাশ্মীর ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিজি বলেন, ‘কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। আমাদের দেশে এ বিষয়ে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যারা করছেন তারা ২৪ ঘণ্টা নজরদারিতে রয়েছেন৷’
বিজনেস বাংলাদেশ-বি/এইচ





















