০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

চন্দ্রকক্ষে ভারতের চন্দ্রযান ২

চাঁদের কক্ষপথে আজ ২১ আগস নিখুঁত ভাবে পৌঁছে গিয়েছে ভারতের দ্বিতীয় চন্দ্রযান। বলেছেন ইসরোর চেয়ারম্যান কে শিবন।বেঙ্গালুরুতে ইসরোর সদর দফতরে বসে সকাল ৯টা ২ মিনিট থেকে ২৮ মিনিট ৫৮ সেকেন্ডে এই কাজটি সেরেছেন বিজ্ঞানীরা। কাজে লাগানো হয় চন্দ্রযান ২-এর তরল জ্বালানির ইঞ্জিন। ‘‘ওই সময়টা আমাদের হৃৎস্পন্দন প্রায় থমকে ছিল,’’ বললেন ইসোর-প্রধান শিবন। এর পরেই শুরু হয় অভিনন্দনের স্রোত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, যোগী আদিত্যনাথ ও দেবেন্দ্র ফডণবীসের মতো বিজেপি মুখ্যমন্ত্রীদের পাশাপাশি অভিনন্দন জানায় ভারতীয় সেনাও।

এ সবের উচ্ছ্বাস থেকে দূরে শিবন অবশ্য বলেছেন, ‘‘টেনশন কমল তা নয়, বরং আরও বেড়ে গেল।’’ কারণ, সবচেয়ে বড় পরীক্ষাটি দিতে হবে ৭ সেপ্টেম্বর। ল্যান্ডার বিক্রমকে আলতো ভাবে অক্ষত নামাতে হবে চাঁদে। বিজ্ঞানীদের পরিভাষায় যা সফ্‌ট ল্যান্ডিং। ভারত প্রথম বার এটা করতে চলেছে। তবে ইসরো আত্মবিশ্বাসী।

তার আগে কক্ষপথ আড়ে-বহরে কমানো হবে ধাপে ধাপে। সবচেয়ে ছোট কক্ষপথ হবে ১০০x৩০ কিলোমিটার। মাঝে ২ সেপ্টেম্বর সারতে হবে একটি বড় কাজ। চন্দ্রযান ২-এর মডিউল দু’ভাগ করা। অরবিটার থেকে আলাদা হবে ল্যান্ডার বিক্রম। গোটা যাত্রা-পর্বের উপরে বেঙ্গালুরুর ‘ইসরো টেলিমেট্রি, ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক’-এর ‘মিশন অপারেশনস কমপ্লেক্স’ থেকে নজর রাখা হচ্ছে। সাহায্যের হাত বাড়াচ্ছে ‘ইন্ডিয়ান ডিপ স্পেস নেটওয়ার্ক’ও। ইসরো জানাচ্ছে, কাল বেলা সাড়ে বারোটা থেকে দেড়টার মধ্যে চন্দ্রযান ২-এর কক্ষপথে সামান্য বদল ঘটানো হবে।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

চন্দ্রকক্ষে ভারতের চন্দ্রযান ২

প্রকাশিত : ১২:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯

চাঁদের কক্ষপথে আজ ২১ আগস নিখুঁত ভাবে পৌঁছে গিয়েছে ভারতের দ্বিতীয় চন্দ্রযান। বলেছেন ইসরোর চেয়ারম্যান কে শিবন।বেঙ্গালুরুতে ইসরোর সদর দফতরে বসে সকাল ৯টা ২ মিনিট থেকে ২৮ মিনিট ৫৮ সেকেন্ডে এই কাজটি সেরেছেন বিজ্ঞানীরা। কাজে লাগানো হয় চন্দ্রযান ২-এর তরল জ্বালানির ইঞ্জিন। ‘‘ওই সময়টা আমাদের হৃৎস্পন্দন প্রায় থমকে ছিল,’’ বললেন ইসোর-প্রধান শিবন। এর পরেই শুরু হয় অভিনন্দনের স্রোত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, যোগী আদিত্যনাথ ও দেবেন্দ্র ফডণবীসের মতো বিজেপি মুখ্যমন্ত্রীদের পাশাপাশি অভিনন্দন জানায় ভারতীয় সেনাও।

এ সবের উচ্ছ্বাস থেকে দূরে শিবন অবশ্য বলেছেন, ‘‘টেনশন কমল তা নয়, বরং আরও বেড়ে গেল।’’ কারণ, সবচেয়ে বড় পরীক্ষাটি দিতে হবে ৭ সেপ্টেম্বর। ল্যান্ডার বিক্রমকে আলতো ভাবে অক্ষত নামাতে হবে চাঁদে। বিজ্ঞানীদের পরিভাষায় যা সফ্‌ট ল্যান্ডিং। ভারত প্রথম বার এটা করতে চলেছে। তবে ইসরো আত্মবিশ্বাসী।

তার আগে কক্ষপথ আড়ে-বহরে কমানো হবে ধাপে ধাপে। সবচেয়ে ছোট কক্ষপথ হবে ১০০x৩০ কিলোমিটার। মাঝে ২ সেপ্টেম্বর সারতে হবে একটি বড় কাজ। চন্দ্রযান ২-এর মডিউল দু’ভাগ করা। অরবিটার থেকে আলাদা হবে ল্যান্ডার বিক্রম। গোটা যাত্রা-পর্বের উপরে বেঙ্গালুরুর ‘ইসরো টেলিমেট্রি, ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক’-এর ‘মিশন অপারেশনস কমপ্লেক্স’ থেকে নজর রাখা হচ্ছে। সাহায্যের হাত বাড়াচ্ছে ‘ইন্ডিয়ান ডিপ স্পেস নেটওয়ার্ক’ও। ইসরো জানাচ্ছে, কাল বেলা সাড়ে বারোটা থেকে দেড়টার মধ্যে চন্দ্রযান ২-এর কক্ষপথে সামান্য বদল ঘটানো হবে।

বিজনেস বাংলাদেশ-/এমএ