রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ মিয়ানমারের মধ্যে সমঝোতা চুক্তি চূড়ান্ত হয়েছে। দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে এ চুক্তি চূড়ান্ত হয়।
বুধবার (২২ নভেম্বর) মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহিদুল হক। এ বৈঠকে আরো যোগ দেন ইয়াঙ্গুনে বাংলাদেশী রাষ্ট্রদূত এম শফিউর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী অফিসের কর্মকর্তারা।
চলতি বছরের গত ২৫ আগস্টের পর মিয়ানমারে সেনাবাহিনীর চরম নির্যাতনের মুখে দেশটির রাখাইন রাজ্য থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দু’দিনের বৈঠকটি হয়। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া প্রক্রিয়া নিয়ে এই সমঝোতা চুক্তি সই হয়েছে।

























