ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, সিরিয়ার সব মত ও পথের মানুষ একত্রে বসে যাতে আলোচনার মাধ্যমে তাদের দেশের সমস্যা কাটিয়ে উঠতে পারে সে ব্যবস্থা করা ছিল সোচি শীর্ষ বৈঠকের মূল লক্ষ্য।
রাশিয়ার সোচি শহরে ইরান, তুরস্ক ও রাশিয়ার প্রেসিডেন্টদের মধ্যে সিরিয়া ত্রিপক্ষীয় বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে রুহানি একথা বলেন।
তিনি বলেন, অচিরেই সোচি শহরে সিরিয়ার সব গোত্র, মাজহাব এবং সরকারপন্থি ও সরকার বিরোধী রাজনৈতিক নেতাদের অংশগ্রহণে একটি জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হবে। শুধুমাত্র সিরিয়ার নেতাদের নিয়ে অনুষ্ঠেয় ওই কংগ্রেসে সেদেশের ভবিষ্যত নিয়ে আলোচনা হবে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ওই কংগ্রেসে সিরিয়ার জন্য একটি নয়া সংবিধান প্রণয়নের উপায় নিয়ে আলোচনা হবে যাতে দেশটিতে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা যায়।

























