১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

২০২৪ সালের নির্বাচনেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না: হানিফ

আগামী নির্বাচন কেন, ২০২৪ বা ২০২৯ সালের নির্বাচনেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

শনিবার বিকেলে রাজবাড়ীর পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুবুল আলম হানিফ বলেন, আগামী বছরের ডিসেম্বর বা ২০১৯ সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। তাতে সব দল অংশগ্রহণ করবে। যাঁরা নির্বাচনে আসব না বলছে, তাঁরা মূলত দর-কষাকষির জন্য দাম বাড়াচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে।

আগামী দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু হবে জানিয়ে হানিফ বলেন, ‘যাঁরা রোহিঙ্গা ইস্যু নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে, তাঁরা হলুদ সাংবাদিকতা করছেন।’

পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম শফিকুল মোরশেদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী, রাজবাড়ী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

২০২৪ সালের নির্বাচনেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না: হানিফ

প্রকাশিত : ০৭:৫১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭

আগামী নির্বাচন কেন, ২০২৪ বা ২০২৯ সালের নির্বাচনেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

শনিবার বিকেলে রাজবাড়ীর পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহবুবুল আলম হানিফ বলেন, আগামী বছরের ডিসেম্বর বা ২০১৯ সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। তাতে সব দল অংশগ্রহণ করবে। যাঁরা নির্বাচনে আসব না বলছে, তাঁরা মূলত দর-কষাকষির জন্য দাম বাড়াচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে।

আগামী দুই মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো শুরু হবে জানিয়ে হানিফ বলেন, ‘যাঁরা রোহিঙ্গা ইস্যু নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে, তাঁরা হলুদ সাংবাদিকতা করছেন।’

পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম শফিকুল মোরশেদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী, রাজবাড়ী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম প্রমুখ।