প্রয়াত নায়ক মান্নার ছেলে সিয়াম ইলতিমাস বর্তমানে পড়াশোনার জন্য দেশের বাইরে অবস্থান করছেন। গুণী চলচ্চিত্র নির্মাতা মালেক আফসারী একটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। আর আফসারীর নতুন এই ছবির মাধ্যমে চলচ্চিত্র অভিনয়ে নাম লেখাতে যাচ্ছেন প্রয়াত নায়ক মান্নার ছেলে সিয়াম ইলতিমাস। এ বিষয়টি সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা আফসারী নিজেই। নাম ঠিক না হওয়া এ ছবিটি প্রযোজনা করবেন মান্নার স্ত্রী শেলী মান্না।
এ প্রসঙ্গে আফসারী বলেন, ‘আমার ‘এই ঘর এই সংসার’ ছবির গল্প অনুসারে ছবিটি নির্মাণ করতে যাচ্ছি। এটাকে রিমেক ছবি বলতে পারেন।’
তিনি বলেন, জানুয়ারি মাসের মাঝামাঝি থেকেই আমরা ছবিটির শুটিং শুরু করব। আগামী বছরের শেষ দিকে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আফসারী আরো বলেন, ‘ছবিতে নায়কের চরিত্রে থাকছে সিয়াম। তবে নায়িকা হিসেবে একেবারেই নতুন কাউকে নেব। ইতিমধ্যেই আমরা নায়িকা খুঁজতে শুরু করেছি। আশা করি, খুব শিগগিরই পেয়ে যাব।’

























