কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শামীম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অস্থায়ী ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শামীমের মৃত্যু হয়।
শামীম দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের কাগহাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরবিন্দু পাল জানান, শামীম নামের ডেঙ্গু আক্রান্ত রোগী শনিবার সকাল ৯টার দিকে ভর্তি হন।
তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছিল। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়।
তবে শামীমের পরিবারের দাবি, গত এক সপ্তাহ ধরে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলো শামীম।
২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.নুরুন্নাহার জানান, ডেঙ্গুজ্বরে আক্রান্ত শামীম নামের রোগী শনিবার বেলা সাড়ে ৩টায় হাসপাতালে ভর্তি হন। তাকে প্রয়োজনীয় চিকিৎসাও দেয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত ২টায় তার মৃত্যু হয়। ভর্তির সময় রোগীর অবস্থা আশংকাজনক ছিলো। এই হাসপাতালে চিকিৎসাধীন কোনো ডেঙ্গু রোগীর মৃত্যু এটাই প্রথম বলে জানালেন তিনি।
এর আগে দৌলতপুর উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে।
বিজনেস বাংলাদেশ/এম মিজান
























