ঢাকার প্রথম নির্বাচিত মেয়র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফের ১১তম মৃত্যবার্ষিকীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া দোয়া মাহফিলের অায়োজন করে তারা।
মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা কর্মীরা সকালে আজিমপুর কবরস্থানে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান। এরপর কবর জিয়ারত করেন তারা।
ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র এবং অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, ২০০৪ সালের ভয়াল ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশের ট্রাক মঞ্চে শেখ হাসিনার ওপর নারকীয় গ্রেনেড হামলার সময় নিজের জীবন তুচ্ছ করে মানবঢাল রচনা করে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রক্ষার প্রাণান্ত চেষ্টা করেন মোহাম্মদ হানিফ। ২০০৬-এর ৮ ফেব্রুয়ারি মুক্তাঙ্গনে এক সমাবেশে সভাপতির বক্তৃতা দেয়ার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। ২১ আগস্ট মাথায় বিদ্ধ হওয়া স্প্লিন্টারের প্রতিক্রিয়ায় পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হয়। তীব্র যন্ত্রণা ভোগ করে দীর্ঘদিন চিকিৎসা শেষে ২৮ নবেম্বর ২০০৬ দিবাগত রাতে ৬২ বছর বয়সে ঢাকার এ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম বলেন, মেয়র হানিফ আমাদের তরুন প্রজন্মের আদর্শ, তিনি যেভাবে দেশরত্ন শেখ হাসিনাকে ঢাল তৈরি করে রক্ষা করেছেন, তেমনি আমরা ছাত্রলীগের নেতা কর্মীরা আওয়ামীলীগের জন্য কাজ করে যাবো।

এদিকে তার রুহের মাগফিরাত কামনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ যোহর দোয়া মাহফিলের অায়োজন করা হয়। এতে জবি ট্রেজারার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অাত্মার শান্তি কামনা করে দোয়া ও মুনাজাত করা হয় এবং তবারক বিতরণ করা হয়।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


























