কুষ্টিয়ায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এক রঙমিস্ত্রির মৃত্যু হয়েছে। তার নাম পলান শেখ (৪৫)।
বুধবার রাত ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়। পলান শেখ জেলার কুমারখালী উপজেলার শেরকান্দি গ্রামের মৃত ধোনাই শেখের ছেলে।
পলান শেখের ভাই হান্নান শেখ জানান, সোমবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান।
হাসপাতাল থেকে সকালে তাকে ডেঙ্গু পরীক্ষার কথা বলেন চিকিৎসক। শহরের আমিন ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।
নিশ্চিত হওয়ার পর চিকিৎসকরা তাকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে স্থানান্তর করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তাপস কুমার সরকার জানান, পলান শেখ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
চিকিৎসাধীন বুধবার ডেঙ্গু পরীক্ষা করলে সে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হন চিকিৎসকরা।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























