পূর্ব পরিকল্পনা মতোই নির্দিষ্ট দিনে সাতপাকে বাঁধা পড়লেন গৌরব-রিধিমা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দুই তারকার প্রেমের পর্ব শেষ করলেন তারা। তাদের বিয়ে নিয়ে অনেক গুঞ্জন হলেও তারা বিয়ে নিয়ে রাখঢাক করেননি। তাঁদের বিয়ের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন পরিবার থেকে ঘনিষ্ঠজনেরা। উপস্থিত ছিল টলিউডের অনেকেই।
বড় পর্দায় ফ্রেন্ড সিনেমা এবং ছোট-পর্দায় বউ কথা কউ ধারাবাহিক, এই দুইয়ের হাত ধরেই শুরু হয়েছিল যাত্রা। তবে বিজ্ঞাপন বা মডেলিং-এর দৌলতে বহু আগে থেকেই পরিচিত এবং জনপ্রিয় মুখ রিধিমা ঘোষ।
অন্যদিকে, বড় পর্দায় রংমিলান্তি এবং ছোট পর্দায় গানের ওপারে দিয়ে যাত্রা শুরু সব্যসাচী এবং মিঠু চক্রবর্তীর পড় ছেলে গৌরব চক্রবর্তীর। কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই রংমিলান্তি সিনেমাতে অভিনয় করেছিলেন রিধিমাও।
বেশ কিছুদিন ধরেই কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে রিধিমা বিয়ের তোড়জোড় করছিলেন বলেই শোনা গিয়েছিল। অবশেষে সেই শুভক্ষণে গাঁটছড়া বাঁধলেন গৌরব-রিধিমা।

























