গাজীপুরের ভাওয়াল এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক (২০) নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ওই এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পড়নে নেভী ব্লু জিন্স প্যান্ট ও কালো গেঞ্জি রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) এসএম রকিবুল হক জানান, ভাওয়াল এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে বলাকা ট্রেনের নিচে অজ্ঞাত এক যুবক কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরো জানান, রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের কোনো পরিচয় জানা যায়নি।




















