কুড়িগ্রামের চিলমারীতে গ্রেফতার সাত জুয়ারিকে চিলমারী মডেল থানা পুলিশ জেলা কারাগারে পাঠিয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়।
এর আগে বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাবেরতল মোড়ে এক কসমেটিক্সের দোকানের পিছনে জুয়া খেলা অবস্থায় তাদেরকে হাতেনাতে আটক করে পুলিশ। তাদের মধ্যে একজন পালিয়ে যায়।
রাতেই চিলমারী থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় এস আই ফারুক হোসেন বাদী হয়ে আটজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
আটকরা হলেন, বেলের ভিটা গ্রামের দেলাবর হোসেনের ছেলে আনিছুর রহমান (৩৬), ছোট কুষ্টারী গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. জোবাইদুল ইসলাম (২৪), ছোট কুষ্টারী গ্রামের মৃত তৈয়ব মণ্ডলের ছেলে মো. সুমন মিয়া (২৫), গাবেরতল গ্রামের মৃত আজগর আলীর ছেলে আতিকুর রহমান (২৫), কিসামতবানু গ্রামের মৃত গোলজার হোসেন মো. মনজু (২৮), সোনারী পাড়া গ্রামের মো. বনির উদ্দিনের ছেলে মো. সাজু মিয়া (৫৫), বজরাতবকপুর (ছড়ারপাড়) গ্রামের মৃত খমির উদ্দিনের ছেলে মো, শফিকুল ইসলাম (৩৬) ও গাবেরতল গ্রামের সাফায়াতুল্লাহের ছেলে মো. টিটুল মিয়া (৩০) পলাতক।
চিলমারী মডেল থানার এস আই ফারুখ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




















