১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

পেয়াজ নিয়ে সালমা-সাগরের কবিতা

‘পেয়াজ’

পেয়াজ,রসুন,লবন,আদা,
তুই খাস কেন রে গাঁধা?
পেয়াজ ছাড়া কি তরকারি,
সুস্বাদু লাগে না ভারী?

মন্ত্রী মশায় পেয়াজ খায় না,
তাতে কি তার হয় না?
তুই কোন ছিড়দাশ পাল?
পেয়াজের জন্যে হচ্ছিস টাল।

পেয়াজ পেয়াজ করবি,
লবন টাও না খেয়ে মরবি।
কেউ বলে বেড়েছে লবনের দাম,
কেউ বলে গুজব শয়তানের কাম।

কোন টা গুজব, কোনটা সত্যি
আজব দেশে বুঝা কি যায় একরত্তি?

বিজনেস বাংলাদেশ/বিএইচ

 

ট্যাগ :
জনপ্রিয়

পেয়াজ নিয়ে সালমা-সাগরের কবিতা

প্রকাশিত : ০৭:৪২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯

‘পেয়াজ’

পেয়াজ,রসুন,লবন,আদা,
তুই খাস কেন রে গাঁধা?
পেয়াজ ছাড়া কি তরকারি,
সুস্বাদু লাগে না ভারী?

মন্ত্রী মশায় পেয়াজ খায় না,
তাতে কি তার হয় না?
তুই কোন ছিড়দাশ পাল?
পেয়াজের জন্যে হচ্ছিস টাল।

পেয়াজ পেয়াজ করবি,
লবন টাও না খেয়ে মরবি।
কেউ বলে বেড়েছে লবনের দাম,
কেউ বলে গুজব শয়তানের কাম।

কোন টা গুজব, কোনটা সত্যি
আজব দেশে বুঝা কি যায় একরত্তি?

বিজনেস বাংলাদেশ/বিএইচ