কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে সাতটি হাত বোমা ও ১২ রাউন্ড গুলিসহ মো. আব্দুল আলীম (৩৫) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতার আব্দুল আলীম কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার গাজীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের সিপিসি-২, কুমিল্লার উপ-পরিচালক মেজর সৈয়দ আরিফুর রহমান।
তিনি বলেন, শনিবার বিকালে জেলার বুড়িচং উপজেলায় আল-মদিনা রিয়া এন্টারপ্রাইজ নামক একটি দোকান থেকে ওই শীর্ষ সন্ত্রাসী আলীমকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, কয়েকজন সন্ত্রাসী বড় ধরনের নাশকতা সৃষ্টির লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেফতার আলীমের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলার প্রস্তুতি চলছে।




















