কক্সবাজারের কলাতলীর আর্দশ গ্রামের টিভি টাওয়ারের সামনের এলাকা থেকে ৭ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে র্যাব সদস্যরা। শনিবার সন্ধ্যা পর অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির ২৯ হাজার ৮০ টাকা জব্দ করা হয়।
আটকরা হলেন, টেকনাফ পৌরসভার আলীয়াবাদ গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. শওকত আলম (২২), একই উপজেলার সাবরাং ইউপি’র শাহ পরীর দ্বীপের মৃত আমিনের ছেলে মো. আয়েজ (২০) এবং কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার দক্ষিণ শাকতলী গ্রামের মো. আবুল কালামের ছেলে মো. জহিরুল ইসলাম (২৬)।
র্যাব-৭ এর কক্সবাজার কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সৈয়দ মোহসিনুল হক জানান, সংশ্লিষ্ঠ আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।




















