বরিশালের উজিরপুর উপজেলার শানুহারে বেপরোয়া বাসের চাপায় রোহান নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে শানুহারস্থ ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রোহান উপজেলার দক্ষিণ সানুহার গ্রামের তোতা হাওলাদারের ছেলে ও স্থানীয় একটি নূরানী মাদ্রাসার শিক্ষার্থী।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, রোহান রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এ সময় বরিশাল থেকে কাঠালবাড়িগামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়। আর ঘাতক বাসটি পালিয়ে যায়।
ওসি আরো জানান, নিহত রোহানের স্বজনরা মামলা করলে মামলা নেওয়া হবে।




















