শুধু অভিনেত্রী বা নির্মাতা নয়, গায়িকা হিসেবেও মেহের আফরোজ শাওনের নামডাক রয়েছে। তবে নিয়মিত শোনা যায় না তাকে। এবার অনেকদিন পর গান শোনালেন কলকাতায় অনুষ্ঠিত বাংলাদেশ বইমেলায়। ওই উপলক্ষে শাওনের গান আবারো আলোচনায় এসেছে।
এ নিয়ে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, “গান… এটা কি আমার শখ? কাজ? ক্যারিয়ার? কোনোটাই না। গান আমার ভালোবাসা। আমার গান হুমায়ূনের ভালোবাসা। এই ভালোবাসা ছড়িয়ে দিতে ছিলাম ‘কলকাতা বাংলাদেশ বইমেলা’র ৭ম আয়োজনের সমাপনী দিনে।”
তবে গান নিয়ে ভবিষ্যত পরিকল্পনা এখনো খোলাসা করেননি শাওন। হাতে রয়েছে নতুন সিনেমার ব্যস্ততা।
শাওনের কণ্ঠে একসময় বিভিন্ন ধরনের গান শোনা গিয়েছিল। হুমায়ূন আহমেদের লেখা কিছু গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। এর মধ্যে আছে যদি মন কাঁদে, আমার আছে জল, চল না বৃষ্টিতে ভিজি ও তোমার ঘরের সামনে।
সর্বশেষ ২০১৪ সালে মাসুদ আকন্দের ‘স্বপ্নপোকা’ সিনেমার জন্য নতুন একটি গানে কণ্ঠ দেন শাওন। অবশ্য সেই সিনেমা আলোর মুখ দেখেনি। এর মাঝে বিশেষ বিশেষ উপলক্ষে দেশ-বিদেশের অল্প কিছু অনুষ্ঠানে শোনা যায় তাকে।
বিজনেস বাংলাদেশ/আলেয়া

























