নওগাঁর বদলগাছী উপজেলা থেকে ১১০ কেজি গাঁজা ও একটি পাজেরো গাড়িসহ দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাত ১২টার দিকে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের শ্রীরামপুর হতে দ্বীপগঞ্জ সড়কের বলরামপুর গ্রামের পূর্ব পাশের ব্রীজের কাছ থেকে তাদের আটক করা হয়।
সোমবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বলিহার হাউজ জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
আটকরা হলেন, চাঁদপুর জেলার শাহরাস্তি থানার আহম্মেদ নগর গ্রামের নুরুল ইসলামের ছেলে সেলিম হোসেন (৪০) এবং গাড়ির চালক কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চকলক্ষ্মীপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্দুল বারেক (২৫)।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রফিক বলেন, পুলিশ সুপার ইকবাল হোসেনের সাবির্ক নির্দেশনায় ডিবি পরিদর্শক সাজেদুর রহমান সাজুর নেতৃত্বে এসআই মিজানুর রহমান, এসআই শামিম, এএসআই হারেজ, এএসআই সাহার উদ্দিনসহ কয়েকজন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এসময় বলরামপুর গ্রামের পূর্ব পাশের ব্রীজের উপর ডিবি পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে মাদকব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের লক্ষ্য করে দুই রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে। তারা গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে।
এসময় গাড়িটির ভিতর থেকে নয় বস্তায় ১১০ কেজি গাঁজা ও একটি পাজেরো গাড়ি (ঢাকা-মেট্টো-ভ-৯১৫৬) গাড়ি এবং দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকা এবং পাজেরো গাড়ির মূল্য প্রায় ১৫ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরো বলেন, ব্যবসায়ীরা কুমিল্লা জেলা থেকে গাঁজাগুলো নিয়ে নওগাঁ শহরের অথবা বদলগাছী উপজেলার গাঁজা ব্যবসায়ীর কাছে সরবরাহ করার পরিকল্পনা করছিল। আগ থেকে আমাদের কাছে ওই গাড়ির নম্বর সহ বিভিন্ন তথ্য উপাত্ত থাকায় সহজে তাদের আটক করতে সক্ষম হয়। ঘটনায় বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটকদের নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।




















