কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান নূর-ই এলাহী তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে সরকারি কাজে বাঁধা দেয়ায় তাকে গ্রেফতার করা হয়। চিলমারী থানা পুলিশ তাকে জেল হাজতে পাঠিয়েছে।
জানা গেছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকালীন রমনা ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদারকে মারপিট করায় তার বিরুদ্ধে জিআর ৬৬/১১ মামলা হয়। মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তুহিনকে চিলমারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে।
প্রাক্তন চেয়ারম্যান তুহিন চিলমারী উপজেলা আওয়ামী যুবলীগের প্রাক্তন সহ-সভাপতি বলে জানা গেছে।




















