কুষ্টিয়ার দৌলতপুরে নাছিমা আক্তার (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার সন্ধ্যায় উপজেলার ডাংমড়কা বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।
অপহৃত স্কুলছাত্রীর পিতা বাগুয়ান মধ্যপাড়া গ্রামের আব্দুল করিম বিশ্বাসের অভিযোগ করেছেন, ডাংমড়কা কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী নাছিমা স্কুলে যাওয়ার পথে বাগুয়ান মধ্যপাড়া গ্রামের পচু আলীর ছেলে স্বপন (২০) তাকে প্রেমের প্রস্তাব দেয়। এতে নাছিমা রাজী না হওয়ায় তাকে অপহরণের হুমকি দেয় স্বপন।
বিষয়টি নাসিমা তার পরিবারের লোকজনদের জানালে তারাও স্বপনের পরিবারকে জানায়। এতে স্বপন ক্ষুব্ধ হয়ে অপহরণের হুমকি দেয়।
নাছিমা ওই দিন সন্ধ্যায় নিজ প্রয়োজেনে ডাংমড়কা বাজারে যাওয়ার পথে বাগুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নেয় স্বপন।
এ ঘটনায় নাসিমার বাবা সোমবার দৌলতপুর থানায় একটি অপহরণের অভিযোগ করেছেন। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, বিষয়টি প্রেম ঘটিত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।




















