০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

ফার্মগেটে বাস ভাঙচুরের ঘটনায় আটক ১

রাজধানীর ফার্মগেটের সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা তিনটি বাস ভাঙচুর করেছে। এ ঘটনায় জড়িত এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ফার্মগেটের পূর্ব তেজতুরী বাজারস্থ ফুটওভার ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে সরকারি বিজ্ঞান কলেজের কয়েকজন শিক্ষার্থী গাবতলী থেকে আসা লাব্বাইক পরিবহনের তিনটি বাস ভাঙচুর করে। পরে পুলিশ আসার সাথে সাথে শিক্ষার্থীরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম এ ঘটনা সত্যতাস নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীরা ভাড়া দেয়াকে কেন্দ্র করে তিনটি বাস ভাঙচুর করেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, শিক্ষার্থীদের দাবি লাব্বাইক বাসগুলো সিটিং সার্ভিসের নামে করে তাদের কাছ থেকে বাড়তি টাকা নেয়। এছাড়া সঠিক সময়ে তারা কলেজে আসতে পারেন না। কারণ বাসগুলো যেখানে সেখানে থামিয়ে যাত্রী উঠায়। তাই ক্ষুব্ধ হয়ে তারা কয়েকজন শিক্ষার্থী বাস ভাঙচুর করেছে।

 

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

ফার্মগেটে বাস ভাঙচুরের ঘটনায় আটক ১

প্রকাশিত : ১২:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭

রাজধানীর ফার্মগেটের সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা তিনটি বাস ভাঙচুর করেছে। এ ঘটনায় জড়িত এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ফার্মগেটের পূর্ব তেজতুরী বাজারস্থ ফুটওভার ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে সরকারি বিজ্ঞান কলেজের কয়েকজন শিক্ষার্থী গাবতলী থেকে আসা লাব্বাইক পরিবহনের তিনটি বাস ভাঙচুর করে। পরে পুলিশ আসার সাথে সাথে শিক্ষার্থীরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম এ ঘটনা সত্যতাস নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীরা ভাড়া দেয়াকে কেন্দ্র করে তিনটি বাস ভাঙচুর করেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, শিক্ষার্থীদের দাবি লাব্বাইক বাসগুলো সিটিং সার্ভিসের নামে করে তাদের কাছ থেকে বাড়তি টাকা নেয়। এছাড়া সঠিক সময়ে তারা কলেজে আসতে পারেন না। কারণ বাসগুলো যেখানে সেখানে থামিয়ে যাত্রী উঠায়। তাই ক্ষুব্ধ হয়ে তারা কয়েকজন শিক্ষার্থী বাস ভাঙচুর করেছে।