ঝিনাইদহের মুজিবচত্বর এলাকা থেকে মাসুম বিল্লাহ (১৯) নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার গভীর রাতে কবি গোলাম মোস্তফা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাসুম বিল্লাহ কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
মঙ্গলবার দুপুরে র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ বিষয়টি করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের কবি গোলাম মোস্তফা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, মাসুম বিল্লাহ চুয়াডাঙ্গার দামুরহুদা মডেল থানার সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৯(২)/১২ এর মামলার আসামি। দুপুরে তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।




















