০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শ্রীলঙ্কার বাংলাদেশ সফর চূড়ান্ত

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের তিন ওয়ানডে খেলতে মে মাসে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আকরাম খান বলেন, ‘শ্রীলঙ্কা দল মে মাসে বাংলাদেশে আসবে। তিনটি ওয়ানডে খেলতে তারা বাংলাদেশে আসবে। যেগুলো ওয়ানডে সুপাার লিগের অংশ।’ এদিকে, এপ্রিলে শ্রীলঙ্কা যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুইটি ম্যাচ হবে দ্বীপরাষ্ট্রে। গত বছর জুলাইয়ে সিরিজটি হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে স্থগিত হয়। সিরিজটি নিয়ে এখনও কথা চালিয়ে যাচ্ছে দুই বোর্ড। আকরাম খান বলেন, ‘আমরা শ্রীলঙ্কায় আগে কিংবা পরেও যেতে পারি। আমরা যাচ্ছি সো চূড়ান্ত। তবে এখনও সূচি চূড়ান্ত হয়নি।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশের টানা ব্যস্ততা। নিউ জিল্যান্ডে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির পর শ্রীলঙ্কা যাওয়ার সূচি। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কাকে আতিথেয়তা দেওয়ার পর জিম্বাবুয়ে সফর।

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

শ্রীলঙ্কার বাংলাদেশ সফর চূড়ান্ত

প্রকাশিত : ১২:০০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের তিন ওয়ানডে খেলতে মে মাসে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আকরাম খান বলেন, ‘শ্রীলঙ্কা দল মে মাসে বাংলাদেশে আসবে। তিনটি ওয়ানডে খেলতে তারা বাংলাদেশে আসবে। যেগুলো ওয়ানডে সুপাার লিগের অংশ।’ এদিকে, এপ্রিলে শ্রীলঙ্কা যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুইটি ম্যাচ হবে দ্বীপরাষ্ট্রে। গত বছর জুলাইয়ে সিরিজটি হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে স্থগিত হয়। সিরিজটি নিয়ে এখনও কথা চালিয়ে যাচ্ছে দুই বোর্ড। আকরাম খান বলেন, ‘আমরা শ্রীলঙ্কায় আগে কিংবা পরেও যেতে পারি। আমরা যাচ্ছি সো চূড়ান্ত। তবে এখনও সূচি চূড়ান্ত হয়নি।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশের টানা ব্যস্ততা। নিউ জিল্যান্ডে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির পর শ্রীলঙ্কা যাওয়ার সূচি। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কাকে আতিথেয়তা দেওয়ার পর জিম্বাবুয়ে সফর।