০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

সড়ক র্দুঘটনায় নহিত ৭

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যাত্রীবাহী দুটি বাসের রেষারেষিতে তিন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় বোরাক পরিবহন ও হোমনা সুপার সার্ভিসের প্রতিযোগিতার কারণে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন আবু বকর সিদ্দিক (২০), ওহিদুল (৩২) ও সজিব সরকার (২৮)। নিহত আবু বকর সিদ্দিক কাঁচপুর রায়েরচেক এলাকার ফজল করিমের ছেলে, ওহিদুল রংপুর কোতোয়ারি থানার শ্যামপুর গ্রামের মৃত মুকুলের ছেলে এবং সজিব সরকার চাঁদপুর জেলার উত্তর মতলব থানার উদমদি গ্রামের মৃত নকুল সরকারের ছেলে। ওহিদুল ও সজিব সরকার কাঁচপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে বোরাক পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-২৫৮৬) ও হোমনা সুপার সার্ভিস (ঢাকা মেট্রো জ ১৪-০৯৩৭) শুক্রবার সকালে সোনারগাঁওয়ের কাঁচপুর ওভারব্রিজের ওপরে আগে যাওয়া নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়। রেষারেষির একপর্যায়ে বোরাক বাসটি কাঁচপুর ওভারব্রিজের ঢালুতে যাত্রী উঠা-নামা করছিল। এ সময় হঠাৎ হোমনা সুপার সার্ভিস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বোরাক বাসের পেছনে ধাক্কা দেয়। এতে রাস্তা পারাপারের সময় বাসের পেছনে থাকা তিন পথচারী গুরুতর আহত হন। সংবাদ পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রæত ঘটনাস্থল এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।পুলিশ জানায়, এলাকাবাসী বাস দুটিকে জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। যানচালাচল স্বাভাবিক রয়েছে। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পলাতক চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। বৃহস্পতিবার মধ্যরাতে রাহাত্তারপুল বøুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিএনজি অটোরিকশাচালক মো. অহিদ মিয়া (৫৫), মো. শহীদ (৬২) ও মো. আব্দুল মান্নান (৪০)। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাহাত্তারপুল বøুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে মাহিন্দ্রা সিএনজি অটোরিকশাকে বালুবাহী ডাম্পার ট্রাক ধাক্কা দিলে সাতজন গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত চারজন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ঝিনাইদহ

ঝিনাইদহে মোটরসাইকেলে প্রাণ গেল রাকিবুল হাসান (২৪) নামের এক কলেজছাত্রের। শুক্রবার বিকাল কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজছাত্র রাকিবুল হাসান পৌর এলাকার কলেজ পাড়ার আবু বক্কর মন্ডলের ছেলে। তিনি আব্দুর রাজ্জাক কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয়রা জানান, কালীগঞ্জ শহর থেকে মোটরসাইকেলযোগে কৃষি অফিস এলাকায় যাচ্ছিল কলেজছাত্র রাকিবুল হাসান। ওই অফিসের সামনে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে রাস্তার পাশের বৈদ্যুতিক পিলারে ধাক্কা খান রাকিবুল। সে সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ সুজাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ট্যাগ :
জনপ্রিয়

গণপরিবহণে সুষ্ঠু ব্যবস্থাপনা কার্যকর করতে বাস মালিকদের সাথে ডিএমপি কমিশনারের মতবিনিময়

সড়ক র্দুঘটনায় নহিত ৭

প্রকাশিত : ১২:০১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যাত্রীবাহী দুটি বাসের রেষারেষিতে তিন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় বোরাক পরিবহন ও হোমনা সুপার সার্ভিসের প্রতিযোগিতার কারণে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন আবু বকর সিদ্দিক (২০), ওহিদুল (৩২) ও সজিব সরকার (২৮)। নিহত আবু বকর সিদ্দিক কাঁচপুর রায়েরচেক এলাকার ফজল করিমের ছেলে, ওহিদুল রংপুর কোতোয়ারি থানার শ্যামপুর গ্রামের মৃত মুকুলের ছেলে এবং সজিব সরকার চাঁদপুর জেলার উত্তর মতলব থানার উদমদি গ্রামের মৃত নকুল সরকারের ছেলে। ওহিদুল ও সজিব সরকার কাঁচপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে বোরাক পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-২৫৮৬) ও হোমনা সুপার সার্ভিস (ঢাকা মেট্রো জ ১৪-০৯৩৭) শুক্রবার সকালে সোনারগাঁওয়ের কাঁচপুর ওভারব্রিজের ওপরে আগে যাওয়া নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়। রেষারেষির একপর্যায়ে বোরাক বাসটি কাঁচপুর ওভারব্রিজের ঢালুতে যাত্রী উঠা-নামা করছিল। এ সময় হঠাৎ হোমনা সুপার সার্ভিস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বোরাক বাসের পেছনে ধাক্কা দেয়। এতে রাস্তা পারাপারের সময় বাসের পেছনে থাকা তিন পথচারী গুরুতর আহত হন। সংবাদ পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রæত ঘটনাস্থল এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।পুলিশ জানায়, এলাকাবাসী বাস দুটিকে জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। যানচালাচল স্বাভাবিক রয়েছে। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পলাতক চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। বৃহস্পতিবার মধ্যরাতে রাহাত্তারপুল বøুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিএনজি অটোরিকশাচালক মো. অহিদ মিয়া (৫৫), মো. শহীদ (৬২) ও মো. আব্দুল মান্নান (৪০)। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাহাত্তারপুল বøুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে মাহিন্দ্রা সিএনজি অটোরিকশাকে বালুবাহী ডাম্পার ট্রাক ধাক্কা দিলে সাতজন গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত চারজন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ঝিনাইদহ

ঝিনাইদহে মোটরসাইকেলে প্রাণ গেল রাকিবুল হাসান (২৪) নামের এক কলেজছাত্রের। শুক্রবার বিকাল কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজছাত্র রাকিবুল হাসান পৌর এলাকার কলেজ পাড়ার আবু বক্কর মন্ডলের ছেলে। তিনি আব্দুর রাজ্জাক কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয়রা জানান, কালীগঞ্জ শহর থেকে মোটরসাইকেলযোগে কৃষি অফিস এলাকায় যাচ্ছিল কলেজছাত্র রাকিবুল হাসান। ওই অফিসের সামনে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে রাস্তার পাশের বৈদ্যুতিক পিলারে ধাক্কা খান রাকিবুল। সে সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ সুজাত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।