০৬:২২ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

সীতাকুণ্ডের ৯টি ইউনিয়নে প্রশাসক নিয়োগ

চট্টগ্রামের সীতাকুণ্ডের ৯টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিনকে আর্থিক এবং প্রশাসনিক এ দায়িত্ব দেওয়া হয়।

জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার শাখার প্রেরিত অফিস আদেশ সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর, মুরাদপুর, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া ও কুমিরা ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম।

এ ছাড়াও বারৈয়ারঢালা, সোনাইছড়ি, ভাটিয়ারী ও সলিমপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করবেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম বলেন, সাধারণ জনগণের নাগরিক সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে আমাদের বিভিন্ন ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে ঝিমিয়ে পড়া পরিষদের কার্যক্রমের গতিশীলতা ফিরিয়ে আনতে আমরা নিরলস দায়িত্ব পালন করে যাবো। এজন্য সকলের সহযোগীতাও প্রয়োজন।

উল্লেখ্য যে, গত ৫ আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যানরা। সেই সাথে পরিষদে অনুপস্থিত রয়েছেন ইউপি সদস্যরাও। জনপ্রতিনিধির অনুপস্থিতিতে নাগরিক সেবা ব্যাহত হওয়া এসব ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু, গাছেই ঝুলছিল ম’র’দে’হ

সীতাকুণ্ডের ৯টি ইউনিয়নে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৪:৪৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রামের সীতাকুণ্ডের ৯টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিনকে আর্থিক এবং প্রশাসনিক এ দায়িত্ব দেওয়া হয়।

জেলা প্রশাসক কার্যালয়ে স্থানীয় সরকার শাখার প্রেরিত অফিস আদেশ সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর, মুরাদপুর, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া ও কুমিরা ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম।

এ ছাড়াও বারৈয়ারঢালা, সোনাইছড়ি, ভাটিয়ারী ও সলিমপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করবেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম বলেন, সাধারণ জনগণের নাগরিক সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে আমাদের বিভিন্ন ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে ঝিমিয়ে পড়া পরিষদের কার্যক্রমের গতিশীলতা ফিরিয়ে আনতে আমরা নিরলস দায়িত্ব পালন করে যাবো। এজন্য সকলের সহযোগীতাও প্রয়োজন।

উল্লেখ্য যে, গত ৫ আগস্ট সরকার পতনের পর আত্মগোপনে চলে যান উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যানরা। সেই সাথে পরিষদে অনুপস্থিত রয়েছেন ইউপি সদস্যরাও। জনপ্রতিনিধির অনুপস্থিতিতে নাগরিক সেবা ব্যাহত হওয়া এসব ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

বিজনেস বাংলাদেশ/ডিএস