০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

ঘুষ-তদবির ছাড়াই চাকরি মিললো ১৩ তরুণ তরুণীর

কোনো রকম ঘুষ বা তদবির ছাড়াই পুলিশে চাকরি পেলেন জয়পুরহাটের ১৩ জন তরুণ তরুণী । এতে মূল্যায়ন হয়েছে মেধা ও যোগ্যতার বলে মনে করছেন অনেকেই।

বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাট পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ফলাফল ঘোষণার পর আনন্দে কেঁদে ফেলেন এসব শিক্ষার্থীরা।

চাকরি পাওয়া জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বড় তাজপুর গ্রামের নাজিম উদ্দীন বলেন, আমার জীবনের সবচেয়ে খুশির দিন আজ। বিনা পয়সায় আমার চাকরি হইছে। টাকা ছাড়া চাকরি হয় যে সেটি আজ আমি নিজেই দেখলাম।

চাকরি পাওয়া শিক্ষার্থী শাহানাজ পারভীন সানু বলেন, আমার বাবা আমাকে অনেক কষ্ট করে পড়াশুনা করাচ্ছেন, আমি আজকে পরীক্ষায় পাশ করতে পেরে অনেক বেশি খুশি। তিনি বলেন, এখন পুলিশে চাকরি করতে কোন ঘুষ লাগেনা, সেটার জলন্ত প্রমাণ আমি নিজেই, জেলার পুলিশ সুপারসহ যারা মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে যারা নিয়োগ কার্যক্রম চালিয়েছেন তাদের প্রতি দোয়াও করেন তিনি।

নতুন চাকরি পাওয়া এই তরুণ-তরুণীদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা পুলিশ সুপার।

জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি পেলেন ১৩ জন তরুণ-তরুণী। যারা আজ নিয়োগ পেয়েছেন, তারা সবাই নিজেদের যোগ্যতায় ও মেধায় উত্তীর্ণ হয়েছেন। এতে তাদের কোনো যোগাযোগ, লবিং ও ঘুষ বিনিময় করতে হয়নি তাদের বলেও জানান পুলিশ সুপার।

ডিএস../

ট্যাগ :
জনপ্রিয়

টমেটো চাষীদের নিয়ে এসিআই সীড এর মাঠ দিবস অনুষ্ঠিত

ঘুষ-তদবির ছাড়াই চাকরি মিললো ১৩ তরুণ তরুণীর

প্রকাশিত : ১২:৫৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

কোনো রকম ঘুষ বা তদবির ছাড়াই পুলিশে চাকরি পেলেন জয়পুরহাটের ১৩ জন তরুণ তরুণী । এতে মূল্যায়ন হয়েছে মেধা ও যোগ্যতার বলে মনে করছেন অনেকেই।

বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাট পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ফলাফল ঘোষণার পর আনন্দে কেঁদে ফেলেন এসব শিক্ষার্থীরা।

চাকরি পাওয়া জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের বড় তাজপুর গ্রামের নাজিম উদ্দীন বলেন, আমার জীবনের সবচেয়ে খুশির দিন আজ। বিনা পয়সায় আমার চাকরি হইছে। টাকা ছাড়া চাকরি হয় যে সেটি আজ আমি নিজেই দেখলাম।

চাকরি পাওয়া শিক্ষার্থী শাহানাজ পারভীন সানু বলেন, আমার বাবা আমাকে অনেক কষ্ট করে পড়াশুনা করাচ্ছেন, আমি আজকে পরীক্ষায় পাশ করতে পেরে অনেক বেশি খুশি। তিনি বলেন, এখন পুলিশে চাকরি করতে কোন ঘুষ লাগেনা, সেটার জলন্ত প্রমাণ আমি নিজেই, জেলার পুলিশ সুপারসহ যারা মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে যারা নিয়োগ কার্যক্রম চালিয়েছেন তাদের প্রতি দোয়াও করেন তিনি।

নতুন চাকরি পাওয়া এই তরুণ-তরুণীদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা পুলিশ সুপার।

জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি পেলেন ১৩ জন তরুণ-তরুণী। যারা আজ নিয়োগ পেয়েছেন, তারা সবাই নিজেদের যোগ্যতায় ও মেধায় উত্তীর্ণ হয়েছেন। এতে তাদের কোনো যোগাযোগ, লবিং ও ঘুষ বিনিময় করতে হয়নি তাদের বলেও জানান পুলিশ সুপার।

ডিএস../