কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা একেক সময় একেক কথা বলছে। তারা শাহবাগ চত্বর থেকে আইন প্রণয়নের মাধ্যমে সকল সংস্কার কাজ শেষ করার চেষ্টা করছে তবে সেটা সম্ভব নয়।
তিনি শাহবাগ থেকে সকল সংস্কারের চিন্তা বাদ দিয়ে আগারগাঁও যে জাতীয় সংসদ রয়েছে, নির্বাচিত সরকারের মাধ্যমে সেই সংসদের মাধ্যমে সকল সংস্কার কাজ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। (১৫ মে ) বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হওয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন,আপনারা যে সংস্কারের কথা বলছেন তা আমাদের দলের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফাতেই রয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনারা দ্রুত একটি জবাবদিহিতামূলক নির্বাচনের ব্যাবস্থা করুন। তারপরেও যদি কোনো সংস্কার করতে হয় সেটি করবে একটি নির্বাচিত জনগনের সরকার। আগে জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দেবে।
আগামী দিনে এই নির্বাচিত সরকার এসে সব সংস্কার সম্পন্ন করবে। সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, এবিএম মমিনুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কার্যকরী সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, কবীর আহমদ ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটি ঘোষনাকে কেন্দ্র করে এর আগে একটি আনন্দ মিছিল বের হয়। যাতে ব্রাহ্মণবাড়িয়া সদরসহ ব্রাহ্মণবাড়িয়ার নয়টি উপজেলা থেকে হাজার হাজার নেতা-কর্মী আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অংশগ্রহন করে এ আয়োজনে অংশ নেন।
ডিএস./