০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

টমেটো চাষীদের নিয়ে এসিআই সীড এর মাঠ দিবস অনুষ্ঠিত

oplus_2

দিনাজপুরে টমেটো চাষীদের নিয়ে এসিআই সীড এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গ্রীষ্মকালীন আগাম ফলনজাত উদয় প্লাস হাইব্রীড টমেটো প্রদর্শনী মাঠের পার্শ্বে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে দিনাজপুর সদরের ২নং সুন্দরবন ইউনিয়নের রামডুবি এলাকার সদরপুর গ্রামে নাবি মৌসুমে উদয় প্লাস টমেটো চাষ নিয়ে এসিআই সীড মাঠ দিবসটি আয়োজন হয়।

গ্রীষ্মকালীন সময় আগাম টমেটো চাষ করে কৃষকদের মুখে হাসি ফুটেছে। শামীম নামে এক আদর্শ কৃষক বলেন, তিনি ১৩ শতক জমিতে উদয় প্লাস টমেটো চাষ করে সাফল্য অর্জন করেছেন। তিনি বলেন, এ পর্যন্ত ৪২ মন টমেটো উত্তোলন করেছেন, আরো প্রায় ৪০ থেকে ৪৫ মণ টমেটো উত্তোলন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। যার বাজার মূল্য প্রায় এক লাখ টাকা। হবে।

তিনি আরো জানান, এই জাতে কোন ধরনের ভাইরাস ও নেতিয়ে পড়া রোগ দেখা যায়নি। এমনকি অন্যান্য জাত থেকে প্রায় ১০ দিন আগে টমেটো উত্তোলন করা যায়। এছাড়াও টমেটো শক্ত হওয়ায় বহনে নষ্ট হওয়ার আশংকা কম থাকে এবং রং আকর্ষণীয় লাল হওয়ায় বাজার মূল্য অপেক্ষাকৃত বেশি পাওয়া যায় বলে জানান এই আদর্শ কৃষক।

টমেটো ক্ষেত পরিদর্শন শেষে আয়োজিত মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুরভী আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন এসিআই সীড এর ন্যাশনাল সেলস ম্যানেজার মো. ইকবাল হোসেন, মার্কেটিং ম্যানেজার মো. মনিরুল আলম, রিজিওনাল ক্যাম্পেইন ম্যানেজার মো. জাকির হোসেন,‌ সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ মো. সালেক হোসাইন, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, সুন্দরবন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো. আব্দুল হাকিম, মেসার্স আনোয়ারুল ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ।

এসময় অতিথিবৃন্দ বলেন, উদয় প্লাস টমেটো নাবি এবং গ্রীষ্মকালীন মৌসুমে কৃষকের জন্য একটি লাভজনক জাত। এই জাত চাষাবাদ করে দেশের সকল পর্যায়ে টমেটো চাষীদের অধিক মুনাফা অর্জনে যুগান্তকারী ভূমিকা পালন করবে।

 

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

টমেটো চাষীদের নিয়ে এসিআই সীড এর মাঠ দিবস অনুষ্ঠিত

টমেটো চাষীদের নিয়ে এসিআই সীড এর মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত : ০৪:৪৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

দিনাজপুরে টমেটো চাষীদের নিয়ে এসিআই সীড এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গ্রীষ্মকালীন আগাম ফলনজাত উদয় প্লাস হাইব্রীড টমেটো প্রদর্শনী মাঠের পার্শ্বে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে দিনাজপুর সদরের ২নং সুন্দরবন ইউনিয়নের রামডুবি এলাকার সদরপুর গ্রামে নাবি মৌসুমে উদয় প্লাস টমেটো চাষ নিয়ে এসিআই সীড মাঠ দিবসটি আয়োজন হয়।

গ্রীষ্মকালীন সময় আগাম টমেটো চাষ করে কৃষকদের মুখে হাসি ফুটেছে। শামীম নামে এক আদর্শ কৃষক বলেন, তিনি ১৩ শতক জমিতে উদয় প্লাস টমেটো চাষ করে সাফল্য অর্জন করেছেন। তিনি বলেন, এ পর্যন্ত ৪২ মন টমেটো উত্তোলন করেছেন, আরো প্রায় ৪০ থেকে ৪৫ মণ টমেটো উত্তোলন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। যার বাজার মূল্য প্রায় এক লাখ টাকা। হবে।

তিনি আরো জানান, এই জাতে কোন ধরনের ভাইরাস ও নেতিয়ে পড়া রোগ দেখা যায়নি। এমনকি অন্যান্য জাত থেকে প্রায় ১০ দিন আগে টমেটো উত্তোলন করা যায়। এছাড়াও টমেটো শক্ত হওয়ায় বহনে নষ্ট হওয়ার আশংকা কম থাকে এবং রং আকর্ষণীয় লাল হওয়ায় বাজার মূল্য অপেক্ষাকৃত বেশি পাওয়া যায় বলে জানান এই আদর্শ কৃষক।

টমেটো ক্ষেত পরিদর্শন শেষে আয়োজিত মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুরভী আক্তার। এছাড়াও বক্তব্য রাখেন এসিআই সীড এর ন্যাশনাল সেলস ম্যানেজার মো. ইকবাল হোসেন, মার্কেটিং ম্যানেজার মো. মনিরুল আলম, রিজিওনাল ক্যাম্পেইন ম্যানেজার মো. জাকির হোসেন,‌ সিনিয়র প্রোডাক্ট এক্সিকিউটিভ মো. সালেক হোসাইন, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, সুন্দরবন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো. আব্দুল হাকিম, মেসার্স আনোয়ারুল ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ।

এসময় অতিথিবৃন্দ বলেন, উদয় প্লাস টমেটো নাবি এবং গ্রীষ্মকালীন মৌসুমে কৃষকের জন্য একটি লাভজনক জাত। এই জাত চাষাবাদ করে দেশের সকল পর্যায়ে টমেটো চাষীদের অধিক মুনাফা অর্জনে যুগান্তকারী ভূমিকা পালন করবে।

 

ডিএস./