ওমরাহ পালনের উদ্দেশ্যে বাংলাদেশি ২ তরুণ সৌদি আরব রওয়ানা হয়েছেন মোটরসাইকেলে চড়ে। তারা হলেন-আবু সাঈদ ও মাসদাক চৌধুরী। রোডম্যাপ অনুযায়ী, প্রায় ২০ হাজার কিলোমিটার পথ মোটরসাইকেল চালাতে হবে তাদের। এ যাত্রায় সময় লাগবে প্রায় ২ মাস।
জানা যায়, সাঈদের বাড়ি ফেনী ও মাসদাকের চট্টগ্রামে। দু’জনই একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ছোটবেলা থেকেই ভ্রমণপ্রিয় দুই তরুণ অবসর পেলে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন অজানার উদ্দেশ্যে।
গত ৫ ডিসেম্বর তারা বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ ত্যাগ করেন। এরপর কলকাতা, বেনারস, অমৃতসর, পাঞ্জাব হয়ে ওয়াগাহ সীমান্ত দিয়ে পাকিস্তানের লাহোর যান। বর্তমানে লাহোর পার হয়ে করাচিতে অবস্থান করছেন সাঈদ ও মাসদাক। সেখান থেকে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা হয়ে তাফতান সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করবেন।
তবে, ইরানে প্রবেশ করতে পাকিস্তান সরকারের কাছ থেকে ভ্রমণসংক্রান্ত অনুমতিপত্র সংগ্রহের কাজে কিছুদিন করাচিতে থাকতে হবে তাদের। অনুমতি মিললেই ইরানে প্রবেশ করে সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে সৌদি আরব প্রবেশ করবেন তারা।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























