ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে রোববার সকাল সাড়ে ১১টায় আবারো ককটেল বিস্ফোরণ হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, দু’দফায় তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
এ নিয়ে গেল কয়েকদিনে চারবার ককটেল বিস্ফোরণ হয়েছে। কিন্তু কে বা কারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে বলতে পারছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী বলেন, ডাকসু ভবন ও মধুর ক্যান্টিনের মাঝামাঝি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় ওরা। আমরা খতিয়ে দেখছি বিষয়টা
বিজনেস বাংলাদেশ/এম মিজান
















