কেরানীগঞ্জে একটি রাসায়নিক গুদামে বিস্ফোরণ ঘটেছে। এতে সেখানে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কেরানীগঞ্জের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কমর্কতারাও ঘটনাস্থলে গেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, শক্তিশালী তিনটি বিস্ফোরণে আশপাশের বেশকিছু ভবনের জানালার গ্লাস ভেঙে পড়েছে। ফাটলও দেখা গেছে কয়েকটি ভবনে। প্রথমে কেমিক্যালের একটি গোডাউনে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে আর দুটি গোডাউনে বিস্ফোরণ ঘটে। তিনটি গোডাউনের ছাদ ধসে পড়েছে। হতাহতদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। রোববার দুপুর ২টা পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত ১১ ডিসেম্বর কেরানীগঞ্জের চুনকুটিয়ায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় ভয়াবহ আগুন লাগে। এতে ২১ জন নিহত হন।
বিজনেস বাংলাদেশ/এম মিজান
















