রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বান্ধবীর বাসায় যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রাতেই ছাত্রীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
বান্ধবীর সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নিতে বিশ্ববিদ্যালয়ের বাসে রবিবার বিকাল সাড়ে ৫টায় রওনা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এই ছাত্রী। গন্তব্য শেওড়া হলেও ভুল করে কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নেমে যান ওই শিক্ষার্থী। সেখান থেকে হেঁটে শেওড়া যাওয়ার পথে দুর্বৃত্তরা মেয়েটির গলা ও মুখ চেপে ধরলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। তাকে ধর্ষণ করে সঙ্গে থাকা ব্যাগ মোবাইল ছিনিয়ে নেয়া হয়।
পরে জ্ঞান ফিরলে ওই ছাত্রী সিএনজি নিয়ে বান্ধবীর বাসায় পৌঁছেন। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।
খবর পেয়ে মেডিকেলে ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হলের শিক্ষকরা। প্রক্টর এ কে এম গোলাম রব্বানী জানান, তার চেকআপ সম্পন্ন হয়েছে। তাকে বিশেষ পরিচর্যার মধ্যে রাখা হয়েছে।
এদিকে শিক্ষার্থীর খোঁজ-খবর নিতে রাতেই হাসপাতালে যান বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ঘটনার তীব্র নিন্দা জানান তারা। পরে রাত ৩টার দিকে ধর্ষণের প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের দাবিতে মিছিল বের করে ছাত্রলীগ। আজ একই দাবিতে মানববন্ধনের ঘোষণা দেয় ছাত্রলীগ।
বিজনেস বাংলাদেশ/এম মিজান
















