রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষনের ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ডিএমপির (মিডিয়া) উপ কমিশনার হাজী মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান ,এখন থেকে মামলাটি তদন্ত করবে ডিবি-উত্তর।
রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে কুর্মিটোলা বাসস্টপে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ওই ছাত্রীকে মুখ চেপে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। পরে ১০টার দিকে তার জ্ঞান ফিরলে তিনি নিজেকে নির্জন স্থানে আবিস্কার করেন।
সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় নিজ গন্তব্যে পৌঁছালে রাত ১২টার পর তাকে ঢামেক জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে একজনকে আসামী করে মামলা করেছেন ক্যান্টনমেন্ট।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মু. শফিকুল ইসলামের নির্দেশে ক্যান্টনমেন্ট থানা পুলিশ সোমবার (৬ জানুয়ারি) রাতেই মামলাটি ডিবি-উত্তরে হস্তান্তর করেন।
বিজনেস বাংলাদেশ/এম মিজান
















