ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় একজনকে আটক করেছে র্যাব। আটক হওয়া ব্যক্তি বর্তমানে র্যাবের হেফাজতে রয়েছে। বিষয়টি বিজনেস বাংলাদেশকে নিশ্চিত করেছেন র্যাবের এক সিনিয়র কর্মকর্তা।
তিনি জানান, ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় মঙ্গলবার দুপুরে টঙ্গী থেকে ১ জনকে আটক করেছে র্যাব। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, রোববার রাতে ক্লাস শেষ করে বিশ্ববিদ্যালয়ের বাসে রাজধানীর শেওড়া এলাকায় বান্ধবীর বাসায় যাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। কুর্মিটোলা স্টপেজে নামলে অজ্ঞাত এক ব্যক্তি জোরপূর্বক তাকে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করে।
একপর্যায়ে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরে পেয়ে মেয়েটি সিএনজি করে বান্ধবীর বাসায় পৌঁছায়। পরে তার সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
বিজনেস বাংলাদেশ/এম মিজান
















