রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ছয় জনকে গ্রেফতার বা কোন হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে জামিন শুনানির সোমবার দিন ধার্য করে আদালত। মামলার অন্য আসামিদের মধ্যে আনিসুল হক, শাহ পরান তুষার, মহিতুল আলম পাভেল ও কবির বকুল আগাম জামিনের আবেদন করেছেন।
রবিবার (১৯ জানুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসামিদের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম।
এর আগে গত বছরের ১ নভেম্বর বিকালে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রথম আলোর মাসিক ম্যাগাজিন ‘কিশোর আলোর’ বর্ষপূর্তি অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয় উক্ত প্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার রাহাত। ওই ঘটনায় আয়োজকদের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ ওঠে।
অপরদিকে, বিদ্যুৎস্পৃষ্ঠে আহত আবরারকে নিকটস্থ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে না নিয়ে মহাখালীর একটি বেসরকারি মেডিকেল কলেজে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে একই সময়ে আবরারের মৃত্যুর ঘটনা চেপে গিয়ে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে আয়োজক কর্তৃপক্ষের বিরুদ্ধে।
ঘটনার পরদিন আবরারের বাবা মজিবুর রহমান মোহম্মদপুর থানায় একটি অপমৃত্যুর মামলা এবং ৬ নভেম্বর অবহেলাজনিত কারণ উল্লেখ করে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আমিনুল হকের আদালতে আরও একটি মামলা করেন।
ওই মামলায় গত ১৬ জানুয়ারি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সহযোগী সম্পাদক আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম। মামলার অন্য আসামিরা হলেন- কবির বকুল, শুভাশিষ প্রামানিক শুভ, মহিতুল আলম পাভেল, শাহপরান তুষার, জসিম উদ্দিন অপু, মোশারফ হোসেন, সুজন ও কামরুল হায়দার।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























