গত বৃহস্পতিবার ছিল শেষ উচ্ছেদ অভিযান ভাবতেও পারেনি ইশরাত রেজা। রাষ্ট্রপতি আদেশক্রমে উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত বদলির আদেশ বিকেলে পৌঁছে গেলো চট্টগ্রাম পূর্বাঞ্চল রেল দপ্তরে। রেলওয়ের ভূসম্পত্তি বিভাগের চীপ এস্টেট কর্মকর্তার দায়িত্বে থাকা ইশরাত রেজাকে বদলির করা হলো পরিচালক হিসেবে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরে।
হঠাৎ এ বদলি সচেতন মহলে বিভিন্ন রকমের প্রশ্ন উঠছে এটা কি নিয়মমাফিক বদলি নাকি রাজনৈতিক কোনো চক্রের তদবির খেলা।সচেতন মহল বলছেন একজন সরকারি কর্মকর্তা যখনি কোনো ভালো কাজ করেন দপ্তরের সুনাম ফিরেয়ে আনেন তখনি সুকৌশলে হঠাৎ বদলি করে দেয় অন্য দপ্তরে,মনে হচ্ছে এ উচ্ছেদ অভিযান ঝিমিয়ে পড়ার আশংকা রয়েছে। রেলওেয়ের কয়েক কর্মকর্তার সাথে আলাপকালে বলেন বিগত বছরেও যে জায়গা অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা যায়নি সেই কাজটি করে দেখিয়েছেন ইশরাত রেজা। রেল পূর্বাঞ্চল ভূসম্পত্তির হিসাব মতে ইশরাত রেজা গত ২৩ তারিখ পর্যন্ত ৭১ টি উচ্ছেদ অভিযান চালিয়ে ১৪৮.৫৩১৭ একর জায়গা উদ্ধার করে। ইশরাত রেজা অবৈধ দখলদারদের কাছে ছিলো একটি দৃশ্যমান আতংক।
১ জুলাই ১৯ থেকে ২৩ জানুয়ারি ২০২০ পর্যন্ত চলমান উচ্ছেদ অভিযানে অদৃশ্যভাবে রাজনৈতিক খেলাও চলছিল। সরকার দলিয় রাজনৈতিক নেতাকর্মীদের কাছে অবৈধ দখলে থাকা রেলের হাজার একর জায়গা যখনি উদ্ধার কাজে সরভ হন টনক নড়ে উঠে রাজনৈতিক নেতাকর্মীদের। ইশরাত রেজা সাংবাদিকদের যখনি স্বাক্ষাৎ দিয়েছেন বারবার বলতেন রেলের জায়গা অবৈধ দখলদারদের কাছে থাকবে আর সরকার কোটি কোটি রাজস্ব হারাবে তা হতে পারেনা, আমি যতক্ষণ পর্যন্ত দায়িত্বে আছি উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে ইনশাল্লাহ। ইশরাত রেজা চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালীনও ভূমিদস্যু অবৈধ দখলদারদের কাছেও ছিলো আতংকিত তারপর জেলা প্রশাসক কার্যালয় এ ডি সি দায়িত্ব, সেখান থেকে চট্টগ্রাম পূর্বাঞ্চল রেলেওয়ের ভূসম্পত্তি বিভাগের ডি ই ও পরবর্তী একই বিভাগের চীপ এস্টেট কর্মকর্তার দায়িত্ব পালন করেন, বর্তমানে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর পরিচালক’র দায়িত্ব পালন করবেন।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















