সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তাপ ছড়াচ্ছে সময়ের আলোচিত অভিনেত্রী পরীমনির নতুন অন্তরঙ্গ ছবি। রবিবার (২৬ জানুয়ারি) থেকে পরীর দুটি ছবি নিয়ে ফেসবুকে চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
খোঁজ নিয়ে জানা যায়, দৃশ্যটি পরীমনি ও সজল অভিনীত ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’র। গতকাল থেকে গাজীপুরের ত্রিমোহনীর ময়নারটেকে চলছে এর শুটিং। চলবে আরো দুদিন।
শুটিংয়ে অংশ নিয়েছেন পরীমনি, সজলসহ অন্যান্য শিল্পীরা। আর ভাইরাল হওয়া ছবি দুটি শুটিংয়ের অনস্ক্রিনের একটি দৃশ্য। ওয়েব সিরিজে পরী অভিনয় করছেন টিনা চরিত্রে আর সজলকে দেখা যাবে সুলতানের ভূমিকায়। এটি নির্মাণ করছেন সহিদ উন নবী।
বিষয়টি সম্পর্কে জানতে পরীর মুঠোফোনে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে এ বিষয়ে কথা বলেছেন নির্মাতা ও অভিনেতা সহিদ উন নবী। তিনি বলেন, ‘অনলাইন প্ল্যাটফর্ম বঙ্গবিডির জন্য “পাফ ড্যাডি” ওয়েব সিরিজটি নির্মাণ করা হচ্ছে। আমরা এখন গাজীপুরের ময়নারটেকে শুটিং করছি। শুটিংয়ের সময় স্কিনে ছবিগুলো তোলা হয়েছে।’
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























