৬ বছর পর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগে খেলতে নেমেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তামিম ইকবাল। আজ শনিবার বিসিএলের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে চা বিরতির পর ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
৭৯তম ওভারে ওয়ালটন সেন্ট্রাল জোনের শুভাগত হোমের প্রথম বলটিকে চারে পরিণত করে ১৯৭ থেকে ২০১ রানে পৌঁছান তামিম।
২৪২ বল খেলে ২৯টি চারের সাহায্যে প্রথম শ্রেণির ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি স্পর্শ করেন দেশসেরা এই ওপেনার। তার ক্যারিয়ার সেরা ইনিংস ২০৬ রান। আজ সেটাকেও ছাড়িয়ে যান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৫৬ বল খেলে ৩০টি চারের সাহায্যে ২১২ রান নিয়ে অপরাজিত আছেন।
আজ সকালে ব্যাট হাতে মাঠে নেমে তামিম শুরু থেকেই ছিলেন ছন্দে। সহজাত ব্যাটিং করেছেন। প্রথম সেশনেই তিনি তোলেন ৭২ রান। ফিরে এসেও স্বাভাবিক ব্যাটিং করে যান।
৪৩তম ওভারে শহীদুল ইসলামের করা তৃতীয় বলটিকে কভার দিয়ে চার হাঁকিয়ে ৯৩ থেকে ৯৭ রানে পৌঁছান। পরের বলে ২ রান নিয়ে ৯৯ এ পৌঁছান। পঞ্চম বলটিকে লেগ সাইডে আলতো টোকায় পাঠিয়ে দেন। ফিল্ডার তাইবুর রহমান বলটিকে ফেরত পাঠানোর আগেই ১ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন। যা প্রথম শ্রেণির ক্যারিয়ারে তার ১৬তম সেঞ্চুরি।
উল্লেখ্য, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে একটি টেস্ট খেলতে ৪ ফেব্রুয়ারি পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। ৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে টেস্ট ম্যাচটি।
বিজনেস বাংলাদেশ/এম মিজান


























