জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সিরাজুল ইসলাম বাবুল সকাল ১১ টায় ঢাকার চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংশ্লিষ্ট শাখায় এ প্রতিবেদন জমা দেন।
সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, মামলায় ৬০০ পাতার প্রতিবেদন জমা দেয়া হয় আদালতে এবং তিনটি আলামত জব্দ করা হয়। জব্দকৃত আলামত হলো, ফ্যান ও দুইটি অডিও ক্লিফ।
এদিকে গতকাল (২৪ ফেব্রুয়ারি) সালমান শাহর মৃত্যুর চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পেশ করেছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। দীর্ঘ এই তদন্তে হত্যার প্রমাণ পাওয়া যায়নি। সোমবার সালমান শাহর হত্যার রহস্য উদঘাটন নিয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে পিবিআই’র প্রধান বনজ কুমার মজুমদার এসব তথ্য জানিয়েছিলেন।
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবি দিয়ে দেশীয় চলচ্চিত্র আগমন ঘটে সালমান শাহর। স্মার্টনেস, নিজস্বতার কারণে রাতারাতি তরুণ প্রজন্মের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে ২৭টি ছবি করেন, যার অধিকাংশই ছিল সুপারহিট।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























