শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের শিক্ষা বাবস্থাকে জাতীয় করন করেছিলেন। সেই ধারাবাহিকতায় তারি সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করন করেছেন। যা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটি নজির বিহীন ঘটনা।
তিনি আজ মাদারীপুরের কালকিনি উপজেলার বীর মোহন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা ব্যবস্থাকে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে দেশের শিক্ষা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।
এসময় শিক্ষামন্ত্রী বিদ্যালয়টির ৪তলা ভবনের টেন্ডার হয়েছে বলে জানান তিনি। অচিরেই এর কাজ শুরু হবে। এছাড়াও উন্নয়নের জন্য সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। মন্ত্রী পরিষদের সংস্কার ও সমন্বয় সচিব শেখ মুজিবর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য ড. আব্দুস সোবাহান গোলাপ, সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম, মাদারীপুর জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মাহবুব হাসান, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থী, অভিভাবকসহ অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















